
আজ বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের লড়াইয়ে প্রথম ম্যাচ খেলতে নামছে অর্ণব নন্দীর ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ কালীঘাটকে হারিয়ে ছন্দে থাকা টাউন ক্লাব। কালীঘাটের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স করা মহম্মদ কাইফ এই ম্যাচেও দলের অন্যতম প্রধান ভরসা। বিকাল ৪টের সময় এই ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনসে।
রাট ৮ টায় দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কালীঘাট ক্লাব। গতকাল কাস্টমসকে ১৭ রানে হারিয়ে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের অভিযান শুরু করেছে মোহনবাগান। দলের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি। ৩৯ বলে ৬১ করা মনোজ দলকে ভরসা জুগিয়েছেন। কালীঘাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য মোহনবাগানের। অন্যদিকে কালীঘাট টাউন ক্লাবের বিরুদ্ধে হার ভুলে জয়ে ফিরতে চাইছে।
এদিকে এই টুর্নামেন্টের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, টুইটারে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর।
On behalf of all @KKRiders, congrats & best wishes to @CabCricket for the launch of #BengalT20Challenge. Look forward to an exciting tournament. #AvishekDalmiya #SnehashisGanguly pic.twitter.com/ydj5vAm2ZM
— Venky Mysore (@VenkyMysore) November 24, 2020
আজকের দুটো হাইভোল্টেজ ম্যাচের ফলাফল কী হয় সেদিকেই লক্ষ্য রয়েছে ক্রীড়াপ্রেমীদের।
