
বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারত। ক্রিকেট বিশ্বে বর্তমানে বিস্তর অধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে ভারতীয় দল। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় বোর্ড এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অন্যতম স্নেহধন্য সংস্থা। অধিপত্য বিস্তারের সাথে সাথে শিরোপা জয়ে খুব একটা পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে তিনটি বিশ্বকাপ নিজের সংগ্রহে নিয়েছে বিসিসিআই। কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে অধিনায়ক সমস্যা যেন দলকে বেহাল অবস্থায় ফেলে দিয়েছে। বিরাট কোহলিকে সরিয়ে সাদা বলে নতুন নেতা হয়েছেন রোহিত শর্মা। এক নজরে দেখে নিন সাদা বলে একদিনের ক্রিকেটে সবচেয়ে সফলতম ৪ অধিনায়ক-
৪. সৌরভ গাঙ্গুলী: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ অবস্থার সময় দলের নেতৃত্ব দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীর উপর। তিনি দীর্ঘ ৬ বছর ভারতীয় দলের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ভারতীয় দল ১৪৭টি ম্যাচ খেলেছে। যেখানে ৭৬ ম্যাচে জয়, ৬৬ ম্যাচে পরাজয় এবং ৬টি ম্যাচ অমীমাংসিত থেকে গেছে। তিনি তার ক্রিকেট জীবনে ৫৩.৫২ শতাংশ ম্যাচে জয় এনে দিয়েছেন।
৩. রাহুল দ্রাবিড়: বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলীর পরবর্তী সময়ে ভারতীয় দলের দায়িত্ব পান। তার নেতৃত্বে ভারত বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্যায় থেকে ছিটকে যায়। তারপর তিনি ভারতীয় দলের অধিনায়ক পদত্যাগ করেন। তিনি ভারতের হয়ে ৭৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৪২ ম্যাচে জয়, ৩৩ ম্যাচে পরাজয় এবং ৪টি ম্যাচ অমীমাংসিত থেকে গেছে। জয়ের হিসেবে তিনি ৫৬ শতাংশ ম্যাচ জিতেছেন।

২. মহেন্দ্র সিং ধোনি: ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক মানা হয় মহেন্দ্র সিং ধোনীকে। একমাত্র তাঁর নেতৃত্বে ভারত ক্রিকেটের সমস্ত ফরম্যাটে সেরা স্থানে পৌঁছেছে। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের জন্য ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ১১০ ম্যাচে জয়, ৭৪ ম্যাচে পরাজয়, ৫ ম্যাচে ড্র এবং ১১ ম্যাচ অমীমাংসিত থেকে গেছে। জয়ের হিসেবে তিনি ভারতকে ৫৯.৬২ শতাংশ ম্যাচ জিতিয়েছেন।
১. বিরাট কোহলি: এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়ক বিরাট কোহলি। তার নেতৃত্বে ভারতীয় দল ৯৫ ম্যাচ খেলেছে। যেখানে ৬৫ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৭ ম্যাচে পরাজয় ১টি ম্যাচে ড্র এবং ২টি ম্যাচ অমীমাংসিত থেকে গেছে। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল ৭০.৪৩ শতাংশ ম্যাচ জিতেছে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত ম্যাচের নিরিখে সবথেকে সফল অধিনায়ক বিরাট কোহলি।
