Connect with us

Cricket News

আন্তর্জাতিক টেস্টে সর্বাধিক রান করেছেন এই ৫ ক্রিকেটার

  • by

Advertisement

ক্রিকেট ফরম্যাটের সবচেয়ে সময় বহুল খেলাটি হলো টেস্ট। পাঁচ দিনের এই খেলায় উইকেট টিকিয়ে রাখাই ব্যাটসম্যানদের প্রধান লক্ষ্য হয়। বিশ্ব ক্রিকেটে এমন অনেক ব্যাটসম্যান আছেন যারা এই দিক থেকে ছিলেন পারদর্শী। নিজের নাম নথিভুক্ত করে গেছেন বিশ্বের পাতায়। আজ আমরা এমন পাঁচ জন ক্রিকেটার সম্পর্কে জানব যারা টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান করেছেন।

৫. এন কুক: ইংল্যান্ডের অন্যতম প্রধান ব্যাটসম্যান এন কুক এই তালিকায় নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন। তিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ১২,৪৭২ রান করেছেন।

৪. রাহুল দ্রাবিড়: বর্তমানে ভারতের জুনিয়ার টিমের প্রধান কোচ রাহুল দ্রাবিড় একসময় টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন। তার খেলার ভঙ্গিমা একাধিকবার নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ১৩,২৮৮ রান করে এই লিস্টে অবস্থান করছেন।

৩. জ্যাক ক্যালিস: সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যান নিজের দলের জন্য ব্যক্তিগত ১৩,২৮৯ রান করেছেন। তিনি ভারতের রাহুল দ্রাবিড়ের চেয়ে 1 রান বেশি করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

২. রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক রিকি পন্টিং এই তালিকা দ্বিতীয় নম্বরে রয়েছেন। তিনি তার দেশের হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ১৩,৩৭৮ রান করেছেন।

১. শচীন টেন্ডুলকার: এই তালিকায় টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ৪৯ টি শত রান নিয়ে প্রথম স্থানে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। বোলারদের ত্রাস শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৫,৯২১ রান করেছেন।

Advertisement

#Trending

More in Cricket News