Connect with us

Cricket News

CSK vs KKR ম্যাচে হল ৮টি নজরকারা রেকর্ড, দেখুন একনজরে

  • by

Advertisement

আইপিএলের ১৫তম ম্যাচে ১৮ রানে কেকেআরকে হারিয়ে ম্যাচ জেতে সিএসকে। টসে জিতে বোলিং নেয় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ করে চেন্নাই। প্রাথমিক ধাক্কা কারিয়ে আপ্রাণ লড়াই করে কলকাতা। তবে শেষ রক্ষা হল না। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান করে কলকাতা। হাড্ডাহাড্ডি এই ম্যাচে হয় বেশ কয়েকটি নজরকারা রেকর্ড।

এক নজরে দেখে নিন CSK vs KKR ম্যাচে হওয়া কয়েকটি রেকর্ডঃ

১. মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার বিরুদ্ধে চেন্নাইয়ের এটি প্রথম জয় ছিল।

২. চেন্নাইয়ের বিরুদ্ধে প্যাট কমিন্স যে ৬৬ রানের ইনিংস খেলেন সেটি তাঁর আইপিএল কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ স্কোর। এটির আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৫৩ রান।

৩.দীপক চাহার ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। এটি তার আইপিএল কেরিয়ারে নেওয়া দ্বিতীয় চার উইকেট।

৪. সবচেয়ে দ্রুতগতির হাফসেঞ্চুরির তালিকায় ৩য় বার নাম তুললেন রাসেল। এর আগে পাঞ্জাব কিংস(২০১৫) ও আরসিবি (২০১৯) বিরুদ্ধে দ্রুতগতির হাফসেঞ্চুরি করেছিলেন।

৫. গতকালের ম্যাচ উইকেটের পেছনে ২টি ডিসমিসাল করে আইপিএল কেরিয়ারে ১৫০ টি ডিসমিসাল সম্পূর্ণ করলেন ধোনি।

৬. আইপিএলে ৬৪টি ডেলিভারির মুখোমুখি হওয়ার পর সুনীল নারিনকে প্রথম বাউন্ডারি মারেন ধোনি।

৭. ফাফ ডু প্লেসিস গতকাল ৬০ বলে ৯৫ রান করেন। এটি তার আইপিএল কেরিয়ার ১৭তম হাফসেঞ্চুরি।

৮. সিএসকে এবং কেকেআর মোট ২৫টি ম্যাচ খেলল, যার মধ্যে ১৬টি ম্যাচ জেতে চেন্নাই। গতকালের ম্যাচটি ছিল তাদের কলকাতার বিরুদ্ধে ১৬তম জয়।

Advertisement

#Trending

More in Cricket News