Connect with us

Cricket News

IND Vs WI: t20 সিরিজ থেকে বাদ পড়লেন ২ বিধ্বংসী ক্রিকেটার, এক নজরে দেখে নিন ভারতের পরিবর্তিত শক্তিশালী স্কোয়াড

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে ভারত। আগামী ১৬ই ফেব্রুয়ারি ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত ওডিআই স্কোয়াডে সামান্য পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ শেষে পরিবর্তিত নতুন শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। পুরনো তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল।

সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের একটি ম্যাচে মাঠে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল ছাড়া হয়েছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। চোট গুরুতর হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় একাদশে থাকবেন না কে এল রাহুল। ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। দলের বিপদে ৪৯ রানের মূল্যবান ইনিংস খেলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন কে এল রাহুল। আর তখনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

ওডিআই সিরিজে চরম ব্যর্থতার পরেও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করে ১-০ তে লিড নিয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের পরেও ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর জোরে ৪৪ রানের ব্যবধানে ক্যারিবিয়ান বধ করেছিল রোহিত বাহিনী। এছাড়া গতকাল সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৯৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত।

ভারতের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিশ্নই, যুজবেন্দ্র চাহাল ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডা।

Advertisement

#Trending

More in Cricket News