
আইপিএলের মেগা আসরের মধ্যেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে চরম উত্তেজনায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। কারণ আগামী ৯ জুন থেকে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে জায়গা পেতে পারেন একাধিক তরুণ ক্রিকেটার! তবে সেই তালিকায় তাদের নাম লেখা হতে পারে সেটি সম্পূর্ণ নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচক কমিটির হাতে। সূত্রের খবর, চেতন শর্মার নেতৃত্বে নাকি আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করতে চলেছে ভারত।
আগামীকাল চলতি আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একাধিক তারকা ক্রিকেটার যাবেন ছুটি কাটাতে। মূলত তাদের বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা করবে ভারত। আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে টানা ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। জয়ের ধারা অব্যাহত রাখতে দল নির্বাচনে কোনো রকম সমঝোতা করবেনা ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর একাধিক তরুণ ক্রিকেটারের জন্য খুলতে চলেছে ভারতীয় দলের দরজা। চলুন দেখে নেওয়া যাক তালিকা-
১. উমরান মালিক: চলতি আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের জার্সি তে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন ভারতের তরুণ ক্রিকেটার উমরান মালিক। এখনো পর্যন্ত আইপিএল ২১ উইকেট দখল করেছেন তিনি। এছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসের শেষ ওভারে মেডেনসহ ৩ উইকেট দখল করেছেন তিনি। ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করে সবাইকে প্রভাবিত করেছেন জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার।
২. তিলক বর্মা: চলতি আইপিএলে ধারাবাহিক ব্যর্থ পারফরম্যান্স দিয়ে সমালোচনায় এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তরুণ ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিকভাবে রান করেছেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ইনিংসে তিলক বর্মা ৩৬৮ রান সংগ্রহ করেছেন। তাঁর গড় ৪০.৮৮। রয়েছে জোড়া অর্ধ-শতরানও।
৩. রাহুল ত্রিপাঠী: কলকাতা শিবির ছেড়ে চলতি আইপিএলে হায়দ্রাবাদের জার্সিতে বেশ প্রভাবিত করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের। চলমান রত আইপিএলে এখনও পর্যন্ত ৩৯ গড়ে ৩৯৩ রান সংগ্রহ করেছেন রাহুল ত্রিপাঠী।
