
বর্তমানে আর্থিক সংকটে শ্রীলংকা জর্জরিত। বিগত সত্তর বছরে এমন অবাক চোখে দেখেনি শ্রীলংকার জনবসতি। রাজনৈতিক অরাজকতা এবং মানুষের হাহাকার দেশটিকে ঘিরে ধরেছে। ইতিমধ্যে শ্রীলঙ্কান সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের কোন দেশের ঋণ পরিশোধ করতে অক্ষম তারা। এমন পরিস্থিতিতে শ্রীলংকা ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন একাধিক শ্রীলঙ্কান। খাদ্য সঙ্কটে দেশটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের আয়োজন করা সম্ভব হবে কি না সে প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করেছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী।
আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের ২৭শে আগস্ট থেকে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চরম প্রতিকুলতা দেশটিকে বর্তমানে ছেয়ে ধরেছে। এমন পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসর আয়োজন করা সম্ভব হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে বিসিসিআই। আর এর জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সুষ্ঠুভাবে কোন পন্থা অবলম্বন করলে এশিয়া কাপের আয়োজন সু সম্পন্ন করা যাবে সেই প্রসঙ্গে আলোচনা হবে আইপিএল ২০২২-এর ফাইনালের দিন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা জানিয়েছেন, এই প্রসঙ্গে আমরা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে ইতিমধ্যে কথা বলেছি। তারা নিজেদের দেশে এশিয়া কাপের আয়োজন করতে চাইছেন। তবে সফলতার সাথে তাদের দেশে এশিয়া কাপের আয়োজন সম্ভব হবে কিনা সেই প্রসঙ্গে আলোচনার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিসিসিআইয়ের সাথে বৈঠক করতে ভারতে আসবে। সেখানে এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হবে।
