Connect with us

Cricket News

Ajinkya Rahane: টেস্ট ক্রিকেটে এখন অনিশ্চিত ভবিষ্যৎ! দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন অজিঙ্কা রাহানে?

Advertisement

ভারতীয় সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকার জন্য এখন ভারতীয় একাদশে সুযোগ পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানের। গতকাল আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সময়সূচী প্রণয়ন করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ইন্ডিয়া। চলতি সফর থেকে বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সূত্রের খবর, করোনা পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।

এদিকে ভারতের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সূত্রের খবর, পূর্ণাঙ্গ দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর করতে চলেছে ভারত। সে ক্ষেত্রে ভারতীয় দলের অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা সম্মিলিত দল দক্ষিণ আফ্রিকা সফর করার কথা। কিন্তু বিগত দিনগুলিতে অজিঙ্কা রাহানের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার কিংবা হনুমা বিহারির মত দুর্দান্ত ক্রিকেটারদের বসিয়ে অজিঙ্কা রাহানেকে দক্ষিণ আফ্রিকা সফরের সুযোগ দিলে উঠতে পারে একাধিক প্রশ্ন।

চলতি বছরে নিজের ক্রিকেট কেরিয়ারের সব থেকে খারাপ অবস্থা চলছে রাহানের। গত বছরের ডিসেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকে রাহানে আর মাত্র দুটি অর্ধশতরানের ইনিংস খেলতে পেরেছেন। গত ২৯ ইনিংসে তাঁর রানের গড় ২০-র কম। সম্প্রতি ১২ টেস্টে রাহানের রানের গড় ১৯.৫৭। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে রাহানের দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

যদিও ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সর্বদা সঠিক পরিকল্পনার সাথে দল মাঠে নামাতে পছন্দ করেন। বারবার তাকে দেখা গেছে অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা জোগাতে। সেক্ষেত্রে হয়তো বা ভারতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চড়তে পারেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা।

Advertisement

#Trending

More in Cricket News