
ক্রিকেট ইতিহাসে সর্বদা নানা বিস্ময়কর ঘটনা ঘটতে থাকে। এক হাতে রেকর্ড সৃষ্টি হয় তো অন্য হাতে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ভাইকে একসাথে খেলতে দেখা গেছে বহু দেশে। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ভাইয়ের অভিষেক বর্তমান যুগে আশ্চর্য কোনো বিষয় নয়। তবে ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা ঘটলো আফগানিস্থানে। বিরলতম ঘটনার সাক্ষী থাকল আমিরাতের শারজা ক্রিকেট গ্রাউন্ড। আফগানিস্তানের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহম্মদ নবী এবং তার ছেলে হাসান নবীকে একসঙ্গে ক্রিকেটের ময়দানে খেলতে দেখার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।
৩৮ বছর বয়স্ক মোহাম্মদ নবী দাপটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি একাধিক ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলে থাকেন। ভারতীয় প্রিমিয়ার লিগে এক চেনা পরিচিত মুখ তিনি। তার বলের জাদুতে ক্রিকেট বিশ্বকে হতবাক করেছেন তিনি। দীর্ঘ ১৩ বছর দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন মোহাম্মদ নবী। সম্প্রতি আফগানিস্তান লিগে মোহাম্মদ নবী এবং তার ১৬ বছরের ছেলে হাসান নবীকে একসাথে খেলতে দেখা গেছে। যে ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই প্রসঙ্গে মোহাম্মদ নবীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, “এটি নিঃসন্দেহে আমার জন্য অত্যন্ত বড় পাওয়া। খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের সাথে ড্রেসিংরুম ভাগ করে নিতে চাই। আশা করি আমার সেই মনোবাসনা পূর্ণ হবে।” সিবিএফএস ২০২২ শারজা টি-২০ তে একসঙ্গে খেলতে দেখা গেছে তাদের। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ভাতৃদ্বয় জুটির অনবদ্য পারফরম্যান্স দেখা গেছে। তবে পিতা-পুত্রের জুটি ছিল কয়েকটি হাতে গোনা মাত্র। এবার সেই তালিকায় যুক্ত হলো আফগান ক্রিকেটের এক অনন্য ইতিহাস।
