Connect with us

Cricket News

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাত টেস্টে ধোনি, পন্টিংকে টপকে এই রেকর্ডগুলি গড়তে চলেছেন কোহলি

  • by

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড দিন-রাত টেস্ট ম্যাচের জন্য উত্তেজিত ক্রিকেট প্রেমীরা। আর এই টেস্টে বিরাটের সামনে রয়েছে একাধিক রেকর্ডের সুযোগ। ভারত ২০১৯ সালে প্রথম পিঙ্ক-বল টেস্ট খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। এই খেলা অনুষ্ঠিত হয় খোদ কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি শতরানের গণ্ডি পার করেন। আর কোহলির সেই সেঞ্চুরির বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের ভিত মজবুত করে। আশ্চর্যজনকভাবে সেটাই কোহলির শেষ সেঞ্চুরি। আজ থেকে শুরু হতে চলেছে আরও একটি পিঙ্ক বলের টেস্ট ম্যাচ। এই ম্যাচে ক্রিকেটপ্রেমীরা বিরাটের থেকে একইরকম সেঞ্চুরি আশা করছে। এই ম্যাচে বিরাট যদি শতরান করতে পারেন তাহলে তাঁর সামনে রয়েছে একাধিক রেকর্ডের মালিক হওয়ার সম্ভাবনা। দেখে নেওয়া যাক এই টেস্টে কোন কোন রেকর্ডের মালিক হতে পারেন অধিনায়ক কোহলিঃ

১. আজ ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান গরতে পারলেই কোহলি অধিনায়ক হিসেবে ৪১ টি শতরানের মালিক হবেন আর সেই সঙ্গে তিনি টপকে যাবেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে। এই মুহূর্তে রিকি পন্টিং ও কোহলি যুগ্মভাবে এই রেকর্ডের মালিক রয়েছেন। ফলে বিরাটের সামনে এটি একটি বড় সুযোগ।

২. এছাড়াও এই টেস্ট জিততে পারলে রিকি পন্টিং এর পাশাপাশি ধোনিকে টপকে যাবেন কোহলি। এতদিন পর্যন্ত ঘরের মাটিতে সর্বাধিক টেস্ট জয়ী অধিনায়ক ছিলেন ধোনি। ২১ টি টেস্ট জিতেছিলেন ক্যাপ্টেন কুল। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে ধোনিকে ছুঁয়ে ফেলেন বিরাট। ফলে স্বাভাবিকভাবেই মোতেরা টেস্ট জিতলে ধোনিকে টপকে সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক হওয়ার রোমহর্ষক সুযোগ রয়েছে কোহলির সামনে।

১৯৮৩ সালে ভারতীয় দল প্রথম আহমেদাবাদের এই সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেছিল। তারপর থেকে ওই স্টেডিয়ামে মোট ১২ টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৪ টি জয়,২ টি পরাজয় এবং ৬ টি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। অন্যদিকে এই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২ বার টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০০১ সালে এই দুইদলের মধ্যেকার ম্যাচটি অমীমাংসিত শেষ হয়। ২০১২ সালে ভারত ইংল্যান্ডকে হারায় এই মাঠে। সেদিক থেকে দেখতে গেলে এই বছর একধাপ আগে রয়েছে টিম ইন্ডিয়া। দুই দলই একটি একটি করে ম্যাচ জিতে বসে আছে। ফলে এই টেস্ট জারা জিতবে, তারা সিরিজ জয়ের দিকে এক কদম এগিয়ে যাবে।

Advertisement

#Trending

More in Cricket News