
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের দীর্ঘ অ্যাফেয়ারের পর অনুষ্কা শর্মার সঙ্গে ১১ ডিসেম্বর ২০১৭য় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুজনেই ইতালির মিলান শহরে গিয়ে নিরিবিলিতে এই বিয়ে করেছিলেন। বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা দুজনেই নিজের বিবাহিত জীবনে যথেষ্ট খুশি আর দুজনেই নিজেদের ভালোবাসার প্রকাশ সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি করে থাকেন।
অনুষ্কা শর্মা একটি বলিউড নিউজ ওয়েবসাইট আর এক ফটোগ্রাফারের বিরুদ্ধে তাদের প্রাইভেসি নষ্ট করার অভিযোগ করেছেন। এই নিউজ সাইটটি অনুষ্কার সঙ্গে তার জীবন সঙ্গী বিরাট কোহলির ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশিত করেছে। আসলে অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি নিজেদের মুম্বাই স্থিত বাড়ির ব্যালকনিতে বসে ছিলেন। সেই সময় ওই ফটোগ্রাফার তাদের ছবি তোলেন আর নিজেদের সাইটে প্রকাশ করে দে। শুধু তাই নয়, নিউজ ওয়েবসাইটটি এই ছবিটিকে নিজেদের এক্সক্লুসিভ কন্টেন্ট বলে ওয়াটারমার্কও দেয় সেই ছবিতে।
এই ব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ করে অনুষ্কা শর্মা এই ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ওই নিউজ সাইটটিকে এক হাত নেন। তিনি এই ছবিটি শেয়ার করে লেখেন,“ফটোগ্রাফার আর পাবলিকেশনকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের তারা আমাদের প্রাইভেসীতে নাক গলানো বজায় রেখেছে। এটা এখন বন্ধ করে দিন।”
