
দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত। যার প্রথম পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে ফেলেছে ভারত। সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে ভারত। বক্সিং ডে তে সেঞ্চুরিয়ানের শুরু হয়েছিল সিরিজের প্রথম টেস্ট। কে এল রাহুল এবং মায়ানক আগারওয়ালের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে। কে এল রাহুল অনবদ্য ১২২ এবং চেতেশ্বর পুজারা অনবদ্য ৪০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টি জনিত কারণে স্থগিত রাখতে বাধ্য হয় আম্পায়াররা।
তৃতীয় দিনে প্রথম ইনিংসের বাকি ব্যাটিং করার জন্য মাঠে নামে ভারত। কে এল রাহুল ১২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। অজিঙ্কা রাহানে করেন ৪৮ রান। তৃতীয় দিনের খেলায় অল্প রানে ভারত মূল্যবান সাতটি উইকেট হারায়। তৃতীয় দিনে ভারত মাত্র ৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। যার ফলশ্রুতিতে প্রথম ইনিংস শেষে সবকটি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৩২৭। দলের হয়ে লুঙ্গি এনগিডি ব্যক্তিগত ৬ উইকেট দখল করেন। তাছাড়া কাগিসো রবাদা ব্যক্তিগত ৩ উইকেট দখল করেন।
View this post on Instagram
৩২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। ভারতের পেস বোলারদের বিধ্বংসী বোলিং এর সামনে মাত্র ১৯৭ রানে আত্মসমর্পণ করতে হয় প্রোটিয়াদের। ভারতীয় পেস বোলার মোহাম্মদ সামি ব্যক্তিগত ৫ উইকেট দখল করেন। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ১৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে। তাই দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৭৪ রান যুক্ত করলেও প্রোটিয়াদের সামনে লক্ষ্যমাত্রা বিশাল হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০৪ রান। তবে মাত্র ১৯১ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহর বিধ্বংসী বলে দিশেহারা হয়ে পড়ে তারা।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মতো ভারত টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। তাই প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে প্রোটিয়াদের পরাজিত করে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তাইতো মাঠ ছেড়ে হোটেল রুমে ফিরে হোটেল কর্মীদের সাথে উদ্দাম নৃত্য করেন ভারতীয় ক্রিকেটাররা। মোহাম্মদ সামির আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ হওয়ায় কেককেটে সেলিব্রেশন করা হয়। যদিও এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
200 Test wickets ✅
100 dismissals as wicket-keeper ✅Special milestones call for a celebration 🍰🙌#TeamIndia | #SAvIND | @MdShami11 | @RishabhPant17 pic.twitter.com/lj8CZHMaBs
— BCCI (@BCCI) December 30, 2021
