Connect with us

Cricket News

Sourav Ganguly: অধিনায়ক থেকে কোহলিকে সরিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

Advertisement

হঠাৎই ভারতীয় ক্রিকেটে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব হারিয়ে বসলেন বিরাট কোহলি। এ প্রসঙ্গে অবশ্য কোনো কথা বলেননি কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর নিশ্চিত ছিল যে ওডিআই ক্রিকেটেও অধিনায়কত্ব হারাবেন তিনি। সেই সন্দেহকে সত্য প্রমাণ করে গতকাল রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সাথে কথা বলা হলে তিনি বলেন, বিরাট কোহলি আমাদের আগের অনুরোধ রাখেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব যেন তিনি না ছাড়েন সে বিষয়ে বারবার অনুরোধ করা হয়েছিল তাকে। কিন্তু তার পরেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাই বাধ্য হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ক্রিকেট বোর্ডের নির্বাচকরা মন্ডলী চাইছিলেন না যে সাদা বলে দুজন অধিনায়ক থাকুক ভারতীয় ক্রিকেটে। তাই বাধ্য হয়ে টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।

যদি বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন পরিবর্তন নাও আসতে পারতো। নির্বাচকমণ্ডলীদের পরামর্শে শুধুমাত্র লাল বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলির উপর। আসন্ন ২০২২ এবং ২০২৩ সালে সাদা বলে দুটি বিশ্বকাপ রয়েছে। তাই এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তিনি আরো বলেন, অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করার পূর্বে বিরাট কোহলিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল অধিনায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি বিরাট কোহলি। তাই ৪৯ ঘন্টার মাথায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশ্য এ বিষয়ে বিরাট কোহলির সাথে ফোনে কথা হয়েছে। উল্লেখ্য, বিরাট কোহলির সাথে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কখন কথা হয়েছে এবং কি কথা হয়েছে সে প্রসঙ্গে কিছু সংবাদমাধ্যমে জানাননি তিনি।

Advertisement

#Trending

More in Cricket News