
ইংলিশ প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন আরো একটি মন্তব্য মিডিয়া মাধ্যমে রেখেছেন। মাইকেল ভন মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সাথে মহেন্দ্র সিং ধোনির যুক্ত হওয়া একটি বড় রণনীতি ভারতের। ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অভিজ্ঞতায় পৃথিবীর যে কোন ক্রিকেটার থেকে কোন অংশে পিছিয়ে নেই। ভারতীয় দলের হয়ে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। তাছাড়া বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগে দূর্দন্ত সাফল্য পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। যেখানে অধিনায়কত্বের একের পর এক নিদর্শন স্থাপন করেছেন তিনি।
মাইকেল ভন মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির যুক্তিতে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি দলে অনেকটা পরিবর্তন আনতে পারেন। কারণ বিরাট কোহলির হাতে এখনো যথেষ্ট পরিবর্তক ক্রিকেটার রয়েছে। যারা বর্তমানে আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে রয়েছেন শার্দুল ঠাকুর। যিনি ১৫ সদস্যের স্কোয়াডের জায়গা না পেলেও রয়েছেন রিজার্ভ বেঞ্চে। মাইকেল ভন মনে করেন, বিরাট কোহলি ডানহাতি এই পেজ অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পদোন্নতি করতে পারেন। যার পেছনে বড় হাত হতে পারে মহেন্দ্র সিং ধোনির।
বর্তমানে শার্দুল ঠাকুর ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রতিম্যাচে নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন শার্দুল ঠাকুর। এখনো পর্যন্ত তিনি আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ১৫ উইকেট সংগ্রহ করেছেন। মাইকেল ভন আরো যুক্ত করেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। যিনি এখনো পুরোপুরি ভাবে ফিট হয়ে মাঠে ফিরতে পারেননি। এখনো পর্যন্ত আইপিএলে ঠিকভাবে ব্যাটিং কিংবা বোলিং করতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। সে ক্ষেত্রে ভারতের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারেন শার্দুল ঠাকুর। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলিকে এই পরামর্শই দেবেন।
