Connect with us

Cricket News

IND vs ENG: নেট প্রাক্টিসে ফিরলেন বিরাট কোহলি! সিরাজ নিলেন ওয়াশিংটন সুন্দরের উইকেট

  • by

Advertisement

বর্তমানে ভারতীয় সিনিয়র টিম ইংল্যান্ড সফরে আছে। বিরাট কোহলি নেতৃত্বে ভারতীয় টিম ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলির সামান্য কিছু সমস্যা থাকায় একসাথে প্র্যাকটিস শুরু করতে পারেননি। কিন্তু গত বুধবারে তাকেও প্র্যাকটিস করতে দেখা গেছে। ইংল্যান্ডে কাউন্টি সিলেকশন একাদশের বিরুদ্ধে খেলতে দেখা যায়নি বিরাট কোহলি কে। কাউন্টি সিলেকশন একাদশের বিরুদ্ধে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কে এল রাহুল ব্যক্তিগত শতক করেন।

কাউন্টি সিলেকশন একাদশের বিরুদ্ধে ভারত ৩১১ রানের লক্ষ্যমাত্রা স্থির করে। জবাবে খেলতে নেমে কাউন্টি সিলেকশন একাদশ ৫ উইকেট হারিয়ে ৪৪ রান করতে সক্ষম হয়েছে। ভারতীয় দলের হয় উমেশ যাদব এবং জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত দু’টি করে উইকেট তুলে নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর কাউন্টি একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছে। মোহাম্মদ সিরাজ এর বাউন্সার বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরত এসেছেন ওয়াশিংটন সুন্দর।


এদিকে করোনা থেকে মুক্তি পেয়ে ভারতের আরেক উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত পুরনো শিবিরে ফিরেছেন। যদিও তাকে এখন প্রধান শিবিরে সবার সাথে সংযোগ দেওয়ার অনুমতি দেয়নি ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাকে এখনো দশদিনের আইসোলেশনে থাকতে হবে সেখানে। অন্যদিকে আইসোলেশনে থাকা ঋদ্ধিমান সাহা ২৪ তারিখে ভারতীয় টিমের সাথে সংযুক্ত হবেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহে বল গড়াবে দু’দেশের মধ্যে। এখন দেখার বিষয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কাকে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে দেবে। এই দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন কাউন্টি সিলেকশন একাদশের বিরুদ্ধে শতক করা কে এল রাহুল।

Advertisement

#Trending

More in Cricket News