Connect with us

Cricket News

Virat Kohli: মহানুভব কোহলি, আজাজ প্যাটেলকে অভিনন্দন জানাতে নিউজিল্যান্ড শিবিরে গেলেন বিরাট

Advertisement

খেলার মাধ্যমে হোক কিংবা উৎকর্ষতার মাধ্যমে, সর্বদা সচল থাকতে দেখা যায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। তাইতো সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন তিনি। তাছাড়া ক্রিকেটজগতে একমাত্র তিনিই রয়েছেন এই তালিকায়। আজ ক্রিকেট মাঠে ফেরার একবার ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খেলার মাঠে যতটা আগ্রাসী ঠিক ততটাই বিনয়ী খেলার বাইরে। তার উৎকৃষ্ট প্রমাণ আজ আরো একবার স্থাপন করলেন বিরাট কোহলি। যার হাতে ভারত সবকটি উইকেট হারালো তাকেই অভিনন্দন জানাতে তাদের শিবিরে পৌঁছে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অভিনন্দন জানাতে ভোলেননি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

গতকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমেছে ভারত। যেখানে প্রথম দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে মায়ানক আগারওয়াল এবং ঋদ্ধিমান সাহার জুটিতে ব্যাট করতে নামে ভারত। ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেলের বিধ্বংসী বোলিং এর ফাঁদে পড়ে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারত। প্রথম ইনিংসে ভারত সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেল একাই তুলে নেন ভারতের সবকটি উইকেট।

পৃথিবীর তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিরল কৃতিত্ব অর্জন করেছেন আজাজ প্যাটেল। ইতিপূর্বে জেমস চার্লস লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৩ রানের বিনিময়ে ১০ উইকেট দখল করেন। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই অসাধ্য সাধন করেছিলেন ভারতীয় অলরাউন্ডার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে মাত্র ৭৪ রান খরচ করে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট দখল করেন তিনি। পৃথিবীর তৃতীয় বোলার হিসেবে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ১১৯ রান খরচ করে তুলে নিয়েছেন মূল্যবান ১০ উইকেট। তাই তার বিশেষ কৃতিত্বের সম্মান জানাতে একটু ভুল করেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যদিও নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলেছে।

Advertisement

#Trending

More in Cricket News