
প্রতি সিজনের মত এবারও আইসিসি Top Ten রাঙ্কিং প্লেয়ারদের তালিকা প্রকাশ করল গত বুধবার। খেলার ধারাবাহিকতা ও প্রতি ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করে ICC. এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু করোনা মহামারীতে অধিকাংশ দেশে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত না হওয়ায় তার রেশ পড়তে দেখা গেছে সমীক্ষায়। ICC- র প্রকাশিত তালিকা অনুসারে ভারতের কোন প্লেয়ার কত নম্বরে অবস্থান করছেন দেখা যাক-
ICC- র টি-টোয়েন্টি রাঙ্কিং-এ ভারতের হয়ে বিরাট কোহলি এবং কে এল রাহুল নিজেদের স্থান ধরে রেখেছে Top Ten- এ । উল্লেখ্য,ভারত চলতি বছরের মার্চ মাস থেকে এখনো সাদা বলের কোন ম্যাচ খেলেনি। বিরাট কোহলি টি-টোয়েন্টি রাঙ্কিং-এ পঞ্চম এবং কে এল রাহুল ষষ্ঠ পজিশনে অবস্থান করছেন।
ওয়ানডে রাঙ্কিং-এ পাকিস্তানের বাবর আজম প্রথম পজিশন ধরে রেখেছে। বিরাট কোহলির অবস্থান দ্বিতীয় এবং রোহিত শর্মার অবস্থান তৃতীয়।
ICC-র সাদা বলের রাঙ্কিং-এ জস্পৃত বুমরা তার নিজের স্থান ধরে রাখতে পারেননি। আইসিসি রাঙ্কিং অনুযায়ী তিনি ষষ্ঠ নম্বরে অবস্থান করছেন। এছাড়া ভারতের হয়ে একমাত্র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই তালিকায় আছেন। তিনি অলরাউন্ডারের তালিকায় নবম স্থানে অবস্থান করছেন। বলা যায় যে, বহুদিন ধরে হোয়াইট বল ক্রিকেট না খেলার কারণে ভারতের অবস্থান এত পিছিয়ে। তবে আশা করা যায় পরবর্তী সিজনে ভারতের ক্রিকেটারদের অবস্থান অনেকটাই এগিয়ে আসবে ICC রাঙ্কিং- এ।
