Connect with us

Cricket News

Sourav Ganguly: মিথ্যা বলছেন বিরাট কোহলি, সরাসরি জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী

Advertisement

ঘাত প্রতিঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট। যেন একে অন্যের প্রতি প্রতিহিংসা দেখাতে মত্ত হয়ে উঠেছেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট দল এখন দুটি ভাগে বিভক্ত হয়েছে। বিরাট রবি শাস্ত্রী জুটি এবং অন্যদিকে রোহিত শর্মার সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ যেন ভারতীয় ক্রিকেটের সন্ধিক্ষণ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডের সামনে এখন অগ্নিপরীক্ষা। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, পৃথিবীর সেরা ক্রিকেটার মিথ্যা বলছেন নাকি সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই মিথ্যা বলছেন। সোশ্যাল মিডিয়ার শিরোনামে এখন ভারতীয় ক্রিকেট যেন হট কেক।

আজ সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি সরাসরি জানিয়ে দেন যে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময় কেউ তাকে বারণ করেননি। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী সংবাদমাধ্যমে ইতিপূর্বে জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল বিরাট কোহলিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীরা এমনকি আমি নিজের ব্যক্তিগত ভাবে বিরাট কোহলিকে অনুরোধ করেছিলাম। অবশ্য সৌরভ গাঙ্গুলীর এই মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বিরাট কোহলি স্বয়ং।

সামনে দক্ষিণ আফ্রিকার মত দেশের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজ রয়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যেখানে সফরে গিয়ে এখনো পর্যন্ত ভারত সিরিজ জয়লাভ করতে পারেনি। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে বোর্ডের সাথে বিরাট কোহলির সংঘাত ভারতীয় ক্রিকেটে কি নিদারুণ প্রভাব ফেলবে সেই ভাবনায় আতঙ্কিত ক্রিকেট বিশেষজ্ঞরা। এমন গুরুত্বপূর্ণ সিরিজের পূর্বে বিরাট কোহলির তীর কিভাবে বিসিসিআইকে আঘাত করবে সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে প্রতিউত্তরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাও এখন উল্লেখযোগ্য প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে ঘাত সংঘাত ভালো চোখে দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News