
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দল লখনউ উড়ে যাবে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে। আগামী ২৪শে ফেব্রুয়ারি শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইন্ডিয়া। এরপর যথাক্রমে ২৬ এবং ২৭শে ফেব্রুয়ারি সিরিজের আরও দুটি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এরপর শ্রীলংকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার মধ্যে একটি দিবারাত্র টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও দেখা মিলতে না পারে বিরাট কোহলির। শ্রীলংকার বিরুদ্ধে একমাত্র দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলতে পারেন বিরাট কোহলি। উল্লেখ্য, ভারত-নিউজিল্যান্ড সিরিজের একটি মাত্র ম্যাচ ছাড়া বিরতিহীন ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন বিরাট কোহলি। তাই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে বিশ্রামে পাঠানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, দীর্ঘদিন বিশ্রামে থাকার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা। সে ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর নিজের জায়গা হারাতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানো হলে শ্রীলংকার বিরুদ্ধে দিন-রাত্রির টেস্টে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি। অর্থাৎ ঘরের মাটিতে নিজের ক্যারিয়ারে শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। বিরাট কোহলি এখনো পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। বিরাট কোহলির ঘরের মাটিতে অর্থাৎ ব্যাঙ্গালোর স্টেডিয়ামে দিনরাত্রি টেস্ট ম্যাচ আয়োজন করার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে শততম টেস্ট ম্যাচে লম্বা ইনিংস আসার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির ব্যাট থেকে।
