Connect with us

Cricket News

ঘরের মাটিতে লজ্জাজনক হারের পর এই বিষয়কে দায়ী করলো অধিনায়ক কোহলি

  • by

Advertisement

এত শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেও চেন্নাই টেস্টে পরাজিত হল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে পরাজয়ের পর রাহানের অধিনায়কত্বে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। এদিকে ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের ব্যাবধানে পরাজিত হল ভারত। ১৯৯৯ সালের পর এই প্রথম চেন্নাইয়ে টেস্ট ম্যাচে পরাজিত হল ভারত। আগাগোড়া এই টেস্টকে নিজেদের কব্জায় রেখেছিল জো রুটের বাহিনী। ৪২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে আজকে ভারতের দরকার ছিল ৩৮১ রান। কিন্তু কোনভাবেই লক্ষ্যভেদ করতে সফল হল না ভারতীয় দল। এর সাথে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড দল।

ঘরের মাঠে লজ্জাজনকভাবে হেরে নিজেদের কাঁধেই এর দায়ভার তুলে নিলেন বিরাট। ম্যাচের শেষে একটি বিবৃতিতে তিনি বলেন, “আমার মনে হয় না ইংল্যান্ডের প্রথম ইনিংসে আমরা বল হাতে ওদের উপর কোনও চাপ তৈরি করতে পেরেছিলাম। পেস বোলার বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন, প্রথম ইনিংসে বেশ ভালো খেলেছিলেন কিন্তু আমরা তাদের রান চাপতে ব্যর্থ হই। অন্যদিকে ইংল্যান্ড যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। ওরা অত্যন্ত ধারাবাহিক ও শৃঙ্খলাবদ্ধভাবে খেলেছে”।

এদিকে শাহবাজ নাদিম ও ওয়াশিংটন সুন্দরের বোলিং এ খারাপ পারফর্মেন্সকে ডিফেন্ড করে অধিনায়ক বলেন, “সাধারণত বোলাররা ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করবে এটাই সকলে আশা করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে আমাদের বোলাররা সে চাপ তৈরি করতে ব্যর্থ হয়। কিন্তু আমার বিশ্বাস তাঁরা ১০০ শতাংশ চেষ্টা করেছিল। সেদিক থেকে দ্বিতীয় ইনিংসে বোলাররা আশানুরুপ পারফরমেন্স দেয়। টেস্ট ক্রিকেট খেলা অত্যন্ত কঠিন। আমরা একটি দল হিসেবে এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। পরবর্তীতে আমরা আমাদের খামতিগুলো উন্নত করার চেষ্টা করবো”।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ভারতকে কি করতে হবে?

বিরাট কোহলির দলকে 4 টির মধ্যে অন্তত 2 টি ম্যাচ জিততে হবে। ইংল্যান্ডের কাছে ভারত প্রথম টেস্ট হেরেছে। ভারত ডব্লিউটিসি ফাইনালে উঠবে যদি তারা নিম্নলিখিত মার্জিনে ইংল্যান্ড সিরিজ জিততে পারে। 4-0, 3-0, 3-1, 2-0, 2-1 । তারা এমনকি হোম সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে 2-1 ফলাফলের সঙ্গেও ফাইনালে পৌঁছাতে পারবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ইংল্যান্ডের কি করতে হবে?

প্রথম টেস্ট জয়ের পর ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড দল। জো রুটের দলকে অন্তত 3 ম্যাচ জিততে হবে। নিম্নলিখিত সিরিজের স্কোরলাইনের যে কোন একটি মাধ্যমে ইংল্যান্ড ভারতকে ছাপিয়ে ফাইনালে উঠতে পারবে। 4-0, 3-0, 3-1

Advertisement

#Trending

More in Cricket News