Connect with us

Cricket News

প্রথম টি২০ ম্যাচে হতাশাজনক হারের পর এর দিকে আঙুল তুললেন অধিনায়ক কোহলি

  • by

Advertisement

ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে ৩-১ এ সফলভাবে আধিপত্য বিস্তার করার পর, গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত খেলার সংক্ষিপ্ততম ফরম্যাট টি২০ ম্যাচের জন্য জন্য ফিরেছে বিরাট বাহিনী। যেখানে তাঁরা ৫ টি২০ ম্যাচের জন্য ইংল্যান্ডের মুখোমুখি হবে। ২০২১ এর প্রথম টি ২০ ম্যাচেই চরম বিপর্যয়ের মুখে পড়তে হল ভারতকে। ৮ উইকেটে ভারতকে হারিয়ে সাবলীল ভঙ্গিতে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে হারের পর ব্যাটসম্যানদের দায়ী করলেন কোহলি

পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে টিমের ব্যাটসম্যানদের দুর্বল ব্যাটিংকে হারের জন্য দায়ী করলেন বিরাট। তিনি বলেন,“এই ধরণের পিচে কীভাবে ব্যাটিং করতে হবে সেই বিষয়ে আমরা বেশ অজ্ঞাত ছিলাম। আমাদের নিজেদের কিছু পরিকল্পনা ছিল কিন্তু তা আমরা প্রয়োগ করতে ব্যর্থ হই। তবে শেয়াস দেখিয়েছে এই পিচে কিভাবে ব্যাটিং করতে হয়। টিমের ব্যাটসম্যানরা কিছু শট সঠিকভাবে অ্যাকুরেট করতে পারেননি। সবমিলিয়ে দলের ব্যাটিং বেশ নিম্নমানের ছিল। তবে এই ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা আগামী ম্যাচে খেলতে নামবো। এই ম্যাচে ইংল্যান্ড বোলিং ব্যাটিং উভয়েই বেশ ভাল প্রদর্শন করেছে।”

একটি মাত্র শতরানঃ দলের হয়ে অর্ধ শতরান করেন শেয়াস আইয়ার। গোটা ম্যাচে তিনিই একমাত্র হাফসেঞ্চুরি করতে সক্ষম হন। উদ্বোধনী স্লটে কেএল রাহুল ও শিখর ধাওয়ান ব্যাট হাতে ব্যর্থ হন।ওপেনার শিখর ধাওয়ান ১২ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিওনে ফেরেন। অন্যদিকে তাঁর পার্টনার কেএল রাহুল ৪ বলে ১ রান করে আরচারের বলে ক্লিন বোল্ড হন। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে ০ রান। পন্থ এবং আইয়ার চরম ভরাডুবির থেকে রান টেনে তোলেন। পন্থ ২৩ বলে ২১ রান করে। এবং আইয়ার ৪৮ বলে ৬৭ রান করেন। দলে ফিরলেও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে নিজের প্রতিভা দেখাতে ব্যর্থ হন।২১ বলে তাঁর রান ১৯। ভারত ইংল্যান্ডের সামনে টেনেটুনে মাত্র ১২৫ রানের টার্গেট রাখতে সক্ষম হয়।

ব্যাট হাতে বিপর্যয়ের মুখে পরার পর, ইংল্যান্ডকে বোলিং এর মাধ্যমে জব্দ করতে পারেনি ভারত। মাত্র ২ উইকেট হারিয়ে ভারতের দেওয়া টার্গেট ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ১৫.৩ ওভারে তাঁদের রান ১৩০। ভারতের হয়ে চাহাল ও সুন্দর ১ টি করে উইকেট পান। ইংল্যান্ডের ওপেনার রয় ৩২ বলে ৪২, বাটলার ২৪ বলে ২৮, মালান ২০ বলে ২৪ (অপরাজিত) ও জনি বেয়ারস্টো ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

Advertisement

#Trending

More in Cricket News