Connect with us

Cricket News

Virat Kohli: মোহনবাগানের সবুজ মেরুন জার্সিতে ব্যাটিং ঝড় তুলেছিলেন কোহলি! শততম টেস্টের পূর্বে স্মৃতিচারণে বাঙালি কোচ

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য ভূমিষ্ঠ হওয়া কোহলি পি সেন ট্রফির আমন্ত্রণে খেলার ডাক উপেক্ষা করতে পারেননি। সালটা ২০০৯, কোহলি ছাড়াও ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর, ধোনি এমনকি চামিন্দা ভ্যাসের মত মহাতারকারাও। আর সেই জন্য কলকাতার ক্রিকেট টুর্নামেন্টের খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি কোহলি। স্মৃতির ক্যানভাসে সেই ছবি ফুটিয়ে তুলেছেন বাঙালি কোচ আবদুল মুনায়েম।

তার শিষ্য আজ ল্যান্ডমার্ক টেস্টে খেলতে নামছেন মাঠে। আর সুদূর কলকাতায় বসে ক্ষণে ক্ষণে উচ্ছ্বসিত হয়ে উঠছেন শিক্ষক আবদুল মুনায়েম। তাঁরই ‘বাধ্য ছাত্র’-ই আজ মোহালিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচে খেলতে নামছেন যে! যদিও বাঙালি কোচ আবদুল মুনায়েম সেই সময়ের ২১ বছরের তরুণ ক্রিকেটার বিরাট কোহলিকে মাত্র দুটো ম্যাচেই
কোচিং করানোর সুযোগ পেয়েছিলেন। ২০০৮ সালে অভিষেকের পরে ২০০৯ সালে সটান কলকাতার ক্লাব ক্রিকেট খেলতে চলে এসেছিলেন বিরাট কোহলি। আর মোহনবাগানের জার্সিতে নেমে পড়েছিলেন কলকাতার মাঠে।

১৩ বছর আগের সেই স্মৃতি উচ্চারণ করতে গিয়ে বিরাট কোহলির বাঙালি কোচ আবদুল মুনায়েম বলেন,“কোহলি যে স্পেশ্যাল ট্যালেন্ট ওই ম্যাচে দেখেই বুঝতে পারি আমরা। দুটো ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছিল ও। এখন ওঁর ব্যাটিংকে গোটা বিশ্ব কুর্নিশ করে। মোহনবাগানে খেলার সময়েও ওঁর প্রতিভার ঝলক আমরা টের পাই।”

আজ তার বাধ্য ছাত্রের শততম টেস্ট ম্যাচের আগে গর্বে পুরনো স্মৃতি উচ্চারণ করলেন বাংলার এই কোচ। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট এবং বিরাট কোহলির ব্যক্তিগত শততম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শেষ খবর পাওয়া পর্যন্ত রোহিত শর্মা ব্যক্তিগত ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। বর্তমানে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭০ রান।

Advertisement

#Trending

More in Cricket News