Connect with us

Cricket News

Kapil Dev: কারও দিকে আঙুল না তুলে দেশের কথা ভাবুক কোহলি, তীব্র সমালোচনায় এবার কপিল দেব

Advertisement

ভারতীয় ক্রিকেট বর্তমানে এক দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চাইতে না চাইতে একের পর এক সমস্যা উদয় হচ্ছে ভারতীয় দলের জন্য। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মধ্যে বর্তমানে ঠান্ডা লড়াই চলছে। নিসানার তীর একে অন্যের দিকে তাগিয়ে রয়েছেন। এমন পরিস্থিতি যেকোন দলের জন্য কতটা প্রভাব ফেলতে পারে সেটা আন্দাজ করা একেবারেই কঠিন কিছু নয়।

দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার পূর্বে ভার্চুয়ালি প্রেস কনফারেন্সে বসেন বিরাট কোহলি। আর সেখানে একের পর এক বোমা বিস্ফোরণ করেন তিনি। নিশানা একদম ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর দেখে সেটা স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন তিনি। তিনি বলেন, আমাকে কেউ টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব না ছাড়ার কথা বলেনি। আমি যে ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব হারিয়েছি সেটাও তো জানতে পেরেছিলাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা হওয়ার কিছু সময় পূর্বে।

এদিকে বিরাট কোহলির পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বারবার সংবাদমাধ্যমে বলেছেন যে, বিরাটকে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি আমাদের কোন কথা শোনেননি। আর সাদা বলে দুজন অধিনায়ক রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীরা। তাই বাধ্য হয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কথার মধ্যে সামঞ্জস্য না থাকায় রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জোর কদমে চলছে সমালোচনা। আর এবার সেখান কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। তিনি এক বেসরকারি সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে বলেন, খেলার মধ্যে ঘাত-প্রতিঘাত থাকবে। তবে সবার আগে দেশের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। সে হোক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিংবা ভারতীয় দলের অধিনায়ক। বিরাট কোহলির এটা মেনে নেওয়া উচিত যে সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সৌরভের জায়গায় যে কেউ থাকলে তাকেও মেনে নেওয়া উচিত কার্য হত বিরাট কোহলির জন্য। বর্তমানে এসব কথা না ভেবে ও দেশের কথা ভাবুক। দক্ষিণ আফ্রিকা সিরিজ আসন্ন। তাই এসব বিষয় পরিত্যাগ করে খেলায় মনোনিবেশ করুক বিরাট।

Advertisement

#Trending

More in Cricket News