
ভারতীয় ক্রিকেট এখন দুই ভাগে বিভক্ত। সংক্ষিপ্ত ওভারে পুরোপুরি দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা।অন্যদিকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। বিরাট কোহলির নিকট থেকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর ক্রিকেটপ্রেমীরা এখন দুই ভাগে বিভক্ত। কেউ কেউ বিষয়টি ভালো চোখে দেখলেও অধিকাংশ ক্রিকেটপ্রেমী মনে করছেন একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দূর্দন্ত সাফল্য পেয়েছিলেন বিরাট কোহলি। তাই তাকে আরও কিছুটা সুযোগ দেওয়া যেত।
এদিকে ভারতীয় প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ণয় ভারতীয় ক্রিকেটের জন্য পথ সুগম করবে। অতিরিক্ত চাপের ফলে দীর্ঘদিন ধরে বিরাট কোহলির ব্যাট থেকে বড় ইনিংস দেখেনি ক্রিকেট বিশ্ব। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা অধিনায়ক হওয়ায় হাত খুলে ফেলার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। ক্রিকেট বিশ্ব আবার পুনরায় আগ্রাসী মনোভাবে বিরাট কোহলিকে ব্যাটিং করতে দেখতে পারে।
আমি মনে করি সংক্ষিপ্ত ওভারে রোহিত শর্মা নেতা হওয়ায় বিরাট কোহলির উপকার হয়েছে। শেষবারের মতো বিরাট কোহলির ব্যাট থেকে শতক এসেছিল ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। ওডিআই ক্রিকেটে ঠিক একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি শতক এসেছিল বিরাট কোহলির ব্যাট থেকে। তারপর থেকে তিন সংখ্যার কোঠা পার করতে পারেননি রান মেশিন। তাই মাথা থেকে অধিনায়কত্বের চাপ সরে যাওয়ার ফলে পুনরায় আগ্রাসী বিরাট কোহলিকে দেখা যেতে পারে।
অন্যদিকে টেস্ট ক্রিকেট খেলতে বিরাট কোহলি বরাবরই ভালোবাসেন। চাপের মধ্যে দুর্দান্ত খেলে থাকেও। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার জন্য হাত খোলার সুযোগ রয়েছে। বিনা চাপে টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে পারবে রোহিত শর্মা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতীয় ক্রিকেট এখন দুজন যোগ্য ব্যক্তির হাতে রয়েছে। এখন শুধু দেখার বিষয় এই যে, কিভাবে তারা খেলাকে নিয়ন্ত্রণ করে।
