
দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে সিলমোহর পরল কোহলির শততম টেস্ট ম্যাচে। ঘরের মাটিতে নয় বরং মোহালি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে শততম টেস্ট ম্যাচ খেলবেন তিনি। বিষয়টি নিয়ে রীতিমতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মহান কৃতিত্ব অর্জন করতে চলেছেন রান বিরাট কোহলি। দর্শকশূন্য স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোহলির শততম টেস্ট ম্যাচ লক্ষ্য করে এই নিয়ম কিছুটা শিথিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৫০% দর্শক উপস্থিতিতে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত।
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বিরাট কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন। তিনি এদিন ম্যাচ সম্পর্কিত আলোচনায় বলেন, “বিরাট কোহলি আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচে বিরাট কিছু করতে পারেন। খরা কাটিয়ে তার ব্যাট থেকে ঝড়ের গতিতে আসতে পারে রান। নিজের ক্যারিয়ারের ৭১তম কাঙ্খিত সেঞ্চুরিটি আসাও অসম্ভব নয়।”
উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসের ধারাবাহিক ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির নাম সর্বদা প্রথম সারিতে লেখা হয়েছে। অথচ সেই বিরাট কোহলির ব্যাট বিগত দুই বছরেরও বেশি সময় ধরে রয়েছে শান্ত। একাধিক পঞ্চাশোর্ধ রানের ইনিংস এলেও কাংখিত লক্ষ পুরন করতে অসমর্থ থেকেছেন বিরাট কোহলি। শেষ দুই বছরে তার ব্যাট থেকে সর্বাধিক ৯৪ রানের ইনিংস এসেছে। ২০১৯ সালে বাংলাদেশে বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রির টেস্টে শেষবারের মতো শতরানের ইনিংস এসেছিল ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির ব্যাট থেকে। কাঙ্খিত শতরানের লক্ষ্যে আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন কোহলি। তাঁর শততম টেস্ট ম্যাচ লক্ষ্য রেখে রীতিমতো খুশির জোয়ার বইছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যেও।
