Connect with us

Cricket News

দ্বিতীয় টেস্টেই নজির তৈরি করতে পারেন বিরাট! এই ক্রিকেটারকে টপকে উপরে ওঠার সুযোগ

  • by

Advertisement

চেন্নাইয়ে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে বিরাটের অধিনায়কত্ব নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে বিরাটের সামনে এখন নতুন রেকর্ডের হাতছানি। আগামী ১৩ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট একটি নজির সৃষ্টি করতে পারেন বিরাট। ‘ফ্যাব ফোর’-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথকে টপকে উপরে উঠে আসতে পারেন কোহালি। এই মুহূর্তে রানের তালিকায় প্রথম স্থানে আছেন জো রুট, দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ, তৃতীয় স্থানে কিং কোহলি এবং চতুর্থ স্থানে কেন উইলিয়ামসন।



ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে গো হারান হারলেও, ভারতের সামনে এখন যথেষ্ট সুযোগ আছে ঘুরে দাঁড়াবার। সেই অনুযায়ী দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও হয়েছে। যাইহোক বর্তমানে ৭৭ টি টেস্টে স্মিথের মোট রান ৭৫৪০। বিরাটের রান ৭৪৪১। সুতরাং মাত্র ১৩৯ রানে পিছিয়ে আছেন কিং কোহালি। অস্ট্রেলিয়া কোভিডের কারণে নিউজিল্যান্ডের সাথে তাদের টেস্ট ম্যাচ আগেই বাতিল করেছে। সামনে তাদের আর কোন টেস্ট সিরিজ নেই। ফলে বিরাট বর্তমান সিরিজকে কাজে লাগিয়ে অচিরেই স্মিথকে টপকে যেতে পারবে। এমনকি অনেকটা এগিয়েও যাবেন তিনি।



কোহালি স্মিথের থেকে তিনি ১১টি টেস্ট বেশি খেলেছেন। তালিকার উপরে থাকা জো রুট ১০০ টেস্টে রান ৮৫০৭ রান করেছেন। সম্প্রতি ভারতের মাটিতেই ডবল সেঞ্চুরি মারেন তিনি। আসন্ন টেস্টগুলিতে তাঁর রানের পরিসংখ্যান যে ঝড়ের গতিতে এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। তালিকার চতুর্থ ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের স্কোর বর্তমানে ৮৩টি টেস্টে ৭১১৫ রান।

Advertisement

#Trending

More in Cricket News