
বিরাট কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার খবরে খুবই হতবাক ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার মদন লাল। গতকাল সন্ধ্যায় বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর কোহলির এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই-কেই কাঠগড়ায় তুলেছেন মদল লাল। তিনি মনে করেন, বিসিসিআই যে ভাবে ওডিআই-এর নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দিয়েছে, তাতে তাঁর হতাশ এবং বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই টেস্ট দলের নেতৃত্বও কোহলি ছেড়ে দিয়েছেন বলে দাবি মদন লালের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হওয়ার কিছুদিন পূর্বে বিরাট কোহলি ঘোষণা করেন যে, এটাই তার অধিনায়কত্বে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিনি ভারতীয় দলের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না। তবে ওডিআই এবং টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছিলেন তিনি। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন ২০২৩ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের নেতৃত্ব দেবেন তিনি।
নিজেই ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। তবে তার সেই ইচ্ছার কোন মূল্য দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বলে দাবি করেছেন মদন লাল। তার মতে, বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। কোহলির সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়া টুডে-এর সাথে কথা বলার সময়ে মদন লাল দাবি করেছেন, ওডিআই-এর নেতৃত্ব থেকে তাঁকে সরানোর বিষয়টি মানতে পারেননি কোহলি। সেটা তাঁর মনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। আর এই ঘটনাটাই কোহলিকে টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে বড় ভূমিকা নিয়েছে। তিনি আরো বলেন, বিরাট কোহলি নিজে বিসিসিআইয়ের সিদ্ধান্তে এখনও সম্মতি জানাতে পারেননি। মনের মধ্যে সৃষ্ট কষ্ট থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলি বলে আমার মনে হয়।
