
২০২১ এর প্রথম টি২০ ম্যাচেই চরম বিপর্যয়ের মুখে পড়তে হল ভারতকে। ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে ৩-১ এ সফলভাবে আধিপত্য বিস্তার করার পর, গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত খেলার সংক্ষিপ্ততম ফরম্যাট টি২০ ম্যাচের জন্য জন্য ফিরেছে বিরাট বাহিনী। ৮ উইকেটে ভারতকে হারিয়ে সাবলীল ভঙ্গিতে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই বিপর্যয়ের মুখে পড়ে বিরাট বাহিনী।
নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক সফরকারী অধিনায়ক ইওইন মর্গান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী স্লটে কেএল রাহুল ও শিখর ধাওয়ান ব্যাট হাতে ব্যর্থ হলেন। ওপেনার শিখর ধাওয়ান ১২ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিওনে ফেরেন। অন্যদিকে তাঁর পার্টনার কেএল রাহুল ৪ বলে ১ রান করে আরচারের বলে ক্লিন বোল্ড হন। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে ০ রান। পন্থ এবং আইয়ার চরম ভরাডুবির থেকে রান টেনে তোলেন। পন্থ ২৩ বলে ২১ রান করে। শ্রেয়াস আইয়ার ৫ নম্বরে ব্যাট করতে আসেন, এবং ৪৮ ডেলিভারিতে ৬৭ রানের একটি চমৎকার নক খেলেন, যার মধ্যে আটটি বাউন্ডারি। তাঁর স্ট্রাইক রেট ১৩৯.৫৮। দলে ফিরলেও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে নিজের প্রতিভা দেখাতে ব্যর্থ হন। ২১ বলে তাঁর রান ১৯।
ভারত ইংল্যান্ডের সামনে টেনেটুনে মাত্র ১২৫ রানের টার্গেট রাখতে সক্ষম হয়। ব্যাট হাতে বিপর্যয়ের মুখে পরার পর, ইংল্যান্ডকে বোলিং এর মাধ্যমে জব্দ করতে পারেনি ভারত। মাত্র ২ উইকেট হারিয়ে ভারতের দেওয়া টার্গেট ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ১৫.৩ ওভারে তাঁদের রান ১৩০। ভারতের হয়ে চাহাল ও সুন্দর ১ টি করে উইকেট পান। ইংল্যান্ডের ওপেনার রয় ৩২ বলে ৪২, বাটলার ২৪ বলে ২৮, মালান ২০ বলে ২৪ (অপরাজিত) ও জনি বেয়ারস্টো ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।
টিম ইন্ডিয়ার হারের অন্যতম কারনঃ
পোস্ট ম্যাচ প্রেসেন্টেশনে অধিনায়ক কোহলি এই হতাশাজনক হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করছেন। তবে ম্যাচ হারার অন্যতম কারণ হিসেবে রোহিত শর্মার অনুপস্থিতিকে দায়ী করছেন অনেকে। ওপেনার হিসেবে হিটম্যান না থাকার কারণে ভুগতে হয় টিম ইন্ডিয়াকে। এই টি২০ সিরিজ শুরুর আগে অধিনায়ক কোহলি জানিয়েছিলেন প্রথম দিকের কয়েকটা ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
