Connect with us

Cricket News

T20 World Cup: নিয়ম রক্ষার ম্যাচ খেলেই বাড়ি ফিরতে হবে ভারতীয়দের, প্রাক্তনদের মতামতে সরগরম নেটদুনিয়া

Advertisement

রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে কিউইরা। সেমিফাইনালে যাওয়ার আশা একেবারেই শেষ হল ভারতের। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বিরাট বাহিনীকে। রবিবার মহম্মদ নবিদের হারিয়ে কেন উইলিয়ামসনরা পৌঁছে গেলেন সেরা চারে। নিউজিল্যান্ডের জয়ের পর থেকেই ভারতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় ভারত বিদায়ী নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন।

আগামীকাল ভারত নামিবিয়ার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলে বাড়ি ফিরবে। এ বছরের মতো বিশ্বকাপের গল্প শেষ হয়েছে ভারতীয়দের কাছে। একরাশ হতাশা নিয়েই ফিরতে হবে তাদের। ৫০ ওভারেও কোহলির অধিনায়কত্বের মেয়াদ শেষ হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ২০ ও ৫০ ওভারের ক্রিকেটে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা মিলবে রোহিত শর্মার। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা দলে ঠিক কতটা পরিবর্তন আনতে পারেন এখন সেটাই দেখার। অধিনায়ক হিসেবে রোহিতের আগমন এখন শুধুই সময়ের অপেক্ষা।

নিউজিল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে জিতে যাওয়ার পর থেকেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনার ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। একের পর এক টুইটে সরগরম হয়েছে নেটদুনিয়া। তার মধ্যে রয়েছেন বীরেন্দ্র শেহবাগ, ভিভিএস লক্ষণ, ইরফান পাঠান, ওয়াসিম জাফারের মত কিংবদন্তিরা। এছাড়াও ভারতীয় দলকে নিয়ে ট্রোলিং হয়েছে। হতাশ হয়েছেন সমস্ত ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বিশ্বকাপের শেষেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারত। বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর এখন সেইদিকেই নজর ভারতীয় ক্রিকেট সমর্থকদের।

Advertisement

#Trending

More in Cricket News