Connect with us

Cricket News

Virendra Sehwag: বীরেন্দ্র শেওয়াগের প্রহর আজও ভোলেননি আজাজ প্যাটেল, কী বললেন কিইউ ক্রিকেটার

Advertisement

সদ্য শেষ হয়েছে ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তাই আজাজ প্যাটেলের নাম ভোলার কথা নয় কোন ক্রিকেটপ্রেমীর। বিশ্ব ক্রিকেটে এলিট ক্লাবে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের এই বোলার। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ইতিপূর্বে এই কার্য করেছিলেন জিম লেকার এবং অনিল কুম্বলে। তৃতীয় বোলার হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন আজাজ প্যাটেল। মুম্বাইয়ের ছেলে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে রেকর্ড করে রীতিমতো আলোচনার শীর্ষে এখন আজাজ প্যাটেল।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অসামান্য কৃতিত্ব অর্জন করার জন্য পৃথিবীর তাবড় তাবড় ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন আজাজ প্যাটেলকে। শুভেচ্ছা জানাতে ভোলেননি ভারতের বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। তিনি এক টুইট বার্তায় লেখেন, “টেস্ট ক্রিকেটের অন্যতম কঠিন কৃতিত্ব তুমি অর্জন করেছ। এক ইনিংসে ১০ উইকেট! এই দিনটা আজীবন মনে রাখবে তুমি। মুম্বইতে জন্ম, মুম্বইতে ইতিহাস। ঐতিহাসিক কৃতিত্বের জন্য তোমাকে শুভেচ্ছা আজাজ।”

নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প্যাটেল বীরেন্দ্র শেওয়াগের টুইট বার্তার প্রতিউত্তরে লেখেন, “ধন্যবাদ শেহওয়াগ। একটা মজার ঘটনা বলতে চাই। আমার এখনও মনে আছে ইডেন পার্ক ওভালে আমি নেট বোলার হিসাবে এসেছিলাম। আপনি আমার বল মাঠের বাইরে পাঠাচ্ছিলেন!”এর উত্তরে বীরেন্দ্র শেওয়াগ আবারো লেখেন,” সময়ের অভ্যাস। অবশ্যই বদলে যায়। তুমি মুম্বইতে যা অর্জন করেছ, তা অভূতপূর্ব। ভারতের জয়ের থেকেও তোমাকে নিয়ে বেশি চর্চা হয়েছিল। তুমি আরও সাফল্য পাও। শুভেচ্ছা রইল।”

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সাফল্যের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভারতীয় শিবির থেকে একটি মূল্যবান উপহার দেওয়া হয়েছে আজাজ প্যাটেলকে। ম্যাচ শেষে বিরাট কোহলি এবং তার সতীর্থদের নামাঙ্কিত জার্সি উপহার দেওয়া হয় আজাজ প্যাটেলকে। যে উপহার পেয়ে তিনি বলেন, এটাই আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় পাওয়া।

Advertisement

#Trending

More in Cricket News