
সম্প্রতি ভারতীয় ক্রিকেটে একাধিক পরিবর্তন ঘটেছে। ভারতীয় দলের প্রধান কোচের পরিবর্তনের সাথে সাথে অধিনায়ক পরিবর্তন ঘটেছে তিন ফরমেটে। এবার আরো একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটল ন্যাশনাল ক্রিকেট একাডেমির। ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড ন্যাশনাল একাডেমীর প্রধান পদে নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ইতিপূর্বে ২০১৫ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। কিন্তু তিনি ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় সাহার ঐকান্তিক প্রচেষ্টায় শেষমেষ ন্যাশনাল ক্রিকেট একাডেমির হাল ধরলেন ভিভিএস লক্ষ্মণ। যদিও এই কাজ করার জন্য তাকে একাধিক কর্মক্ষেত্র ত্যাগ করতে হয়েছে। প্রথমত ধারাভাষ্যকার হিসেবে কাজ স্থগিত করতে হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। পাশাপাশি ছেড়েছেন সিএবি-র ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব। সৌরভ গাঙ্গুলীর একান্ত অনুরোধ ফেলতে পারেননি ভিভিএস লক্ষ্মণ।
এই কাজ করতে গিয়ে নিজের বাসভূমি ত্যাগ করতে হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। এতদিন তিনি হায়দ্রাবাদে বসবাস করতেন পরিবারের সাথে। ন্যাশনাল ক্রিকেট একাডেমির সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত হওয়ায় তাকে সেখানেই চলে যেতে হয়েছে। ইতিমধ্যে সপরিবার সমেত ব্যাঙ্গালুরুতে স্থান্তরিত হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। গতকাল থেকে ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই এক টুইট বার্তায় লেখেন,”এনসিএ-তে প্রথম দিন। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য অপেক্ষা করছি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কাজ করাই এখন লক্ষ্য।” ভিভিএস লক্ষ্মণ ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান পদে নিযুক্ত হওয়ার পর অভিনন্দন বার্তা জানিয়েছেন ইরফান পাঠান।
First day in office at the NCA! An exciting new challenge in store, look forward to the future and to working with the future of Indian cricket. pic.twitter.com/gPe7nTyGN0
— VVS Laxman (@VVSLaxman281) December 13, 2021
