
এক ফ্রেমে স্ত্রী ক্যান্ডিস ও ৩ মেয়ের সঙ্গে ডেভিড ওয়ার্নার। ১০৮ দিন পর পারিবারিক ছবি সম্পূর্ণ হল অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনারের।
সদ্য সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা বা হাতি ব্যাটসম্যান। সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে দল প্লে-ওফেও ওঠে। আইপিএল শেষ হওয়ার পর ফিরেছেন অস্ট্রেলিয়ায়। দেশে ফিরেও কোয়রান্টিনে ছিলেন। অবশেষে পরিবারের সঙ্গে মিলিত হলেন তিনি। আর সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার।
সঙ্গে লিখেছেন, ‘১০৮ দিন পর পরিবারের সঙ্গে। মেয়েদের কাছে পেলাম। ইসলা এখনও ঠিক ভাবে বসতে পারে না। বা, গ্রুপ ছবিতে হাসতে পারে না। আমার সুখী থাকার জায়গা’। ওয়ার্নারের ছোট মেয়ের নাম ইসলা। ছবিতে যাঁকে কোলে নিয়ে বসেছেন তিনি।
অবশ্য, পরিবারের সঙ্গে কাটানোর জন্য ওয়ার্নার বেশি সময় পাচ্ছেন না। কাল থেকেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। সবশেষে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৪ ম্যাচের টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্যতম বড় নাম ডেভিড ওয়ার্নার। করোনার প্রাদুর্ভাবের ফলে বেশ কয়েকমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভারতের বিরুদ্ধে তিনি কেমন পারফরম্যান্স করতে পারেন সেদিকেই নজর রয়েছে সবার।
