Connect with us

Cricket News

IND vs ENG: শুভমান গিল, আবেশ খানের পরে এবার ওয়াশিংটন সুন্দর! হিতে বিপরীত ভারতীয় শিবিরে

  • by

Advertisement

বর্তমানে ভারতীয় সিনিয়র টিম ইংল্যান্ড সফরে আছে। বিরাট কোহলি নেতৃত্বে ভারতীয় টিম ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত কাউন্টি সিলেকশন একাদশের বিরুদ্ধে তিন দিনের একটি টেস্ট ম্যাচেও অংশগ্রহণ করেছে টিম ইন্ডিয়া। এর আগে চোট পেয়ে দল থেকে বেরিয়ে গেছেন শুভমান গিল। ঋষভ পন্ত করোনা আক্রান্ত হয়ে পড়ায় তাকেও এখন থাকতে হচ্ছে আইসোলেশনে। নেট প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন আরেক ক্রিকেটার আবেশ খান।

তারপরে ঘটলো আরেক দুর্ঘটনা। প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পেলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনি গত ২০ তারিখ আয়োজিত ৩ দিনের টেস্ট ম্যাচে কাউন্টি সিলেকশন একাদশের হয়ে খেলতে নামেন। সেখানেই পান আঙুলে চোট। সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে আঙ্গুলের চোট অত্যন্ত গম্ভীর। কমপক্ষে ছয় সপ্তাহ তাকে রেস্ট নিতে হবে। কয়েকদিনের মধ্যে তিনি ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন। ভারতীয় ক্রিকেটের তিন নির্ভরযোগ্য ক্রিকেটার ইতিমধ্যেই চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে গেছেন। ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ার ফলে দলে খেলার সুযোগ পেতে পারেন আকসার প্যাটেল।

তিনি ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু ভারতীয় দলে রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মত অভিজ্ঞ স্পিনার থাকতে আকসার প্যাটেল প্রথম একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগস্ট মাসের ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। একের পর এক ক্রিকেটার ম্যাচ থেকে যেভাবে বেরিয়ে যাচ্ছেন তা যেন ভারতের ক্রিকেটের ইতিহাসে এক দুর্যোগময় সময়। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় প্রথম একাদশ কি হতে চলেছে সেটি দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

Advertisement

#Trending

More in Cricket News