Connect with us

Cricket News

WI vs PAK: সুপার চার্জে ওয়েস্ট ইন্ডিজ! সিরিজের প্রথম টেস্টে ধুলিস্যাৎ করল পাকিস্তানকে

Advertisement

টি-টোয়েন্টি ফরম্যাট বিশেষজ্ঞ দল ওয়েস্ট ইন্ডিজ এবার টেস্ট ক্রিকেটে বাজিমাত করল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিল পাকিস্তানের বিরুদ্ধে। ভাবতে অবাক হলেও ঘটনা এমনই। পাকিস্তানের টেস্ট বিশেষজ্ঞ দল মাথানত করল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সিরিজের প্রথম টেস্টে ১ উইকেটে জয়লাভ করলো টিম ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় এডিশনের জন্য এটি পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম মোকাবেলা। আর সেখানেই বাজিমাত করলো টিম ওয়েস্ট ইন্ডিজ। প্রথম মোকাবেলাতেই মূল্যবান ছয় পয়েন্ট তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। দলের অন্যতম সেরা খেলোয়াড় বাবর আজম ব্যক্তিগত ৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজ দলের ডলার জয়দেন সেলস তিনটি, হোল্ডার তিনটি এবং রাচ দুটি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২০৩ রানে অলআউট হয়ে যায়। এবার দলের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম। তিনি ব্যক্তিগত ৫৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে বাজিমাত করেন জয়দেন সেলস। তিনি একাই পাকিস্তানকে ধ্বংস করে দেন। দ্বিতীয় ইনিংসে তিনি মূল্যবান পাঁচটি উইকেট দখল করেন। এছাড়া রাচ তিনটি উইকেট দখল করে।

প্রথম ইনিংসের জবাবে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে। ব্রেথওয়েট ব্যক্তিগত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া হোল্ডার ৫৮ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের শাহীন আফ্রীদি প্রথম ইনিংসে চারটি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্লাক উড ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শাহীন আফ্রীদি দুই ইনিংস মিলিয়ে মোট আটটি উইকেট দখল করেন। এছাড়া দ্বিতীয় ইনিংসে হাসান আলী তিনটি উইকেট দখল করেন। সিরিজের প্রথম টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জয়দেন সেলস। তিনি দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট দখল করেন। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে অবশ্য ওয়েস্টইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ফেলে।

Advertisement

#Trending

More in Cricket News