Connect with us

Cricket News

ইনিংস ও ১২ রানে হার উইন্ডিজের

Advertisement

ঘরের মাঠে টেস্ট সিরিজে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ১ ইনিংস ও ১৩৪ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে কিউয়িরা জয় পেল ১ ইনিংস ও ১২ রানে। উইন্ডিজদের দ্বিতীয় ইনিংস ৩১৭ রানে শেষ হতেই হোয়াটওয়াশ পূরণ করল টম ল্যাথামের দল।

ফলোঅন খেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে উইন্ডিজদের সংগ্রহ ছিল  ২৪৪/৬। ফলোঅন বাঁচাতে তাদের ৮৫ রান করতে হত। চতুর্থ দিনের খেলার শুরুতেই অধিনায়ক জেসন হোল্ডারের উইকেট হারায় উইন্ডিজ। টিম সাউদির বলে বোল্ড হয়ে ৯৩ বলে ৬১ রান করে আউট হন তিনি। কিছুটা লড়াই করেন জোসুয়া ডি সিলভা। অভিষেক টেস্টেই প্রথম অর্ধশতরান করা জোসুয়া ডি সিলভা ৮৪ বলে ৫৭ রান করেন। আলজারি জোসেফ ১২ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। টি-২০’র মেজাজে ব্যাট করে মারেন ৩টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারি।

কিউয়ি বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার ৩টি করে উইকেট নেন। টিম সাউদি ও কাইলি জেমিসন ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন হেনরি নিকলস। ব্যাট ও বল দুই বিভাগেই সেরা পারফরম্যান্স করে সিরিজ সেরা হন কাইলি জেমিসন।

Advertisement

#Trending

More in Cricket News