
সম্প্রতি ভারতীয় দল যেন মতপার্থক্যের জন্য দুই দলে বিভক্ত হয়ে পড়েছে। কয়েকদিনের মধ্যে ভারতীয় দলে ঘটেছে যুগান্তকারী পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় দলের জন্য সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। যথারীতি সেই দায়িত্ব গিয়ে পড়েছে সহ অধিনায়ক রোহিত শর্মার উপরে। নিউজিল্যান্ড সিরিজে সাফল্যের সাথে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। পুরো সিরিজ থেকে বিশ্রামে ছিলেন রান মেশিন বিরাট কোহলি। যদিও টেস্ট ক্রিকেটে তার প্রত্যাবর্তন হয়। সেক্ষেত্রে আবার বিশ্রামে পাঠানো হয় রোহিত শর্মাকে। এ যেন ভারতীয় ক্রিকেটের অধিনায়কের পালাবদল পর্ব চলছে।
এমন সময় সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে অধিনায়ক রোহিত শর্মাকে বিরাট কোহলির গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে রীতিমত হতবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মা বলেন, ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। যে কোন দেশে গিয়ে যেকোনো পরিস্থিতিতে রান করার ক্ষমতা রয়েছে এই ব্যাটসম্যানের। যখনই দল ব্যর্থতার দিকে অগ্রসর হয়েছে তখনই বিরাট কোহলি সুদক্ষ চালকের মতো দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেছেন। ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি এক অমূল্য সম্পদ।
রোহিত শর্মা এই প্রশ্নের উত্তরে আরো যুক্ত করেছেন, আপনি এমন কোন ক্রিকেটার খুঁজে পাবেন না যে ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০-এর অধিক গড়ে রান সংগ্রহ করেছে। বিরাট কোহলি পৃথিবীর একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরমেটে ৫০-এর অধিক গড়ে রান সংগ্রহ করেছেন। উল্লেখ্য, ২০১১ সাল থেকে ভারতীয় দলের জন্য নিয়মিত খেলছেন বিরাট কোহলি। সে ক্ষেত্রে ভারতীয় দলে রোহিত শর্মার প্রবেশ ২০১৩ সালে। ২০১৯ সালে বিরাট কোহলির হাত ধরে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পদার্পণ করেন রোহিত শর্মা। আজ বিশ্ব বরেণ্য এই দুই ক্রিকেটার ভারতীয় দলের দুই স্তম্ভ স্বরূপ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই কিংবদন্তি ক্রিকেটারকে আবার একসাথে মাঠে দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
