
ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে একাধিক তারকা ক্রিকেটারকে হারিয়ে ইতিমধ্যে জলের ভারসাম্য কিছুটা হলেও ব্যাঘাত হয়েছে ভারতের। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সম্পর্ক ঘটিয়ে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। সিরিজ শুরু হওয়ার পূর্বে ভারতীয় স্কোয়াডে থাকা একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ারের মত প্রথম সারির ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। ইতিমধ্যে ভারতীয় টিম সিলেকশন কমিটি করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটারদের পরিবর্তক হিসেবে ভারতীয় স্কোয়াডে ইতিমধ্যে ঈশান কিশান এবং শাহরুখ খানের নাম ঘোষণা করেছে।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এদিন সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, তার সাথে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আজ মাঠে নামবেন ঈশান কিশান। আজকের ম্যাচ ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক ম্যাচ। আজ বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে ভারত ১০০০ তম ওডিআই ম্যাচ খেলতে চলেছে। রোহিত শর্মার নেতৃত্বে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত। ভারতীয় দল এখনও পর্যন্ত সর্বাধিক ৯৯৯টি একদিনের ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৫১৮ ম্যাচে এবং ৪৩১টি ম্যাচ হেরেছে ভারত।
এক নজরে দেখে নিন ঐতিহাসিক ম্যাচে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ কেমন হতে চলেছে: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, আবেশ খান এবং শাহরুখ খান।
