
আইপিএলের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। তাছাড়া চলতি বছরের শেষ লগ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ব্লু বাহিনী। তাই ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে সেই চিন্তায় ঘুম নেই ক্রিকেট বিশেষজ্ঞদের। এর কারণ অবশ্য আর কিছুই নয়, ভারতের প্রথম সারির ক্রিকেটার গণ আইপিএলের মেগা আসরে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন। তাই বিকল্প ক্রিকেটার খুঁজতে বর্তমানে মরিয়া ক্রিকেট বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক ক্রিকেটে যে কোন দলের জন্য অলরাউন্ডার বড় ভূমিকা পালন করে থাকেন। বল হাতে উইকেট তুলে নেওয়ার সাথে সাথে ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করতে পারেন তারা। এক কথায়, দলের সাফল্যের অন্যতম সেরা চাবি হিসেবে বিবেচিত হন অলরাউন্ডারা। তাই সময়ের প্রেক্ষাপটে প্রত্যেকটি দল কমপক্ষে নিজেদের সেরা একাদশে দুজন অলরাউন্ডার রাখতে ভালোবাসে। আসন্ন দিনে ভারতীয় একাদশে কারা হবে অলরাউন্ডারের বিকল্প, সেই ভবিষ্যৎবাণী করতে মরিয়া প্রাক্তন ক্রিকেটাররা। ইতিমধ্যে ওয়াসিম জাফর এবং মোহাম্মদ আজহারউদ্দিন নিজেদের পছন্দের পাঁচজন অলরাউন্ডার বেছে নিয়েছেন আসন্ন দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপকে উদ্দেশ্য করে। চলুন দেখে নেওয়া যাক করা রয়েছেন সেই তালিকায়-
ওয়াসিম জাফর সেরা পাঁচ অলরাউন্ডারের প্রথম বিকল্প হিসেবে বেছে নিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। স্পিনার অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছেন তিনি। এছাড়া একজন সিমার হিসেবে দীপক চাহারকে রেখেছেন তিনি।
অন্যদিকে, মোহাম্মদ আজহারউদ্দিন তার পছন্দের তালিকা সাজিয়েছেন ঠিক এইভাবে। তিনি তার পছন্দের তালিকায় স্পিনার হিসেবে বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনকে। পেস বোলার অলরাউন্ডার হিসেবে তার পছন্দের তালিকায় জায়গা করেছেন হার্দিক পান্ডিয়া, দীপক চাহার এবং শার্দুল ঠাকুর।
