
সম্প্রতি ভারতীয় ক্রিকেটে একের পর এক পরিবর্তন দলকে বিপদে ফেলে দিচ্ছে সে কথা স্বীকার করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অবসর কিংবা নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এবং কে এল রাহুলের উপর নির্ভরশীল, পুরো প্রক্রিয়াটাই যেন একাধিক প্রশ্নের সৃষ্টি করেছে। এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচকদের দিকে আঙুল তুলে সরাসরি প্রশ্ন করেন,”রাহুলের মধ্যে কি এমন গুন দেখল ভারতীয় নির্বাচকরা যে তাকে অধিনায়ক হিসেবে গ্রুম করতে চাইছে?”
মনোজ তিওয়ারির মতে,”একজন ক্রিকেটারের মধ্যে অধিনায়ক হওয়ার মনোভাব কখনো গ্রুম করা সম্ভব নয়। অধিনায়কত্বের মনোভাব জন্মগত এবং স্বাভাবিক। সেটি সঠিক সময়ে বিকশিত হয়। যেমনটি ছিলেন বিরাট কোহলি। ক্রিকেট জগতে পদার্পণ করেই তিনি বুঝেছিলেন নেতৃত্ব দেওয়ার মনোভাব রয়েছে তার। ক্রিকেটার হিসেবে কে এল রাহুল ভারতের অপরিহার্য ব্যাটসম্যান। তবে নেতৃত্ব দেওয়ার গুণাবলী নেই তার মধ্যে। যদি সেই গুণাবলীর পরিস্ফুটন করতে চান ভারতীয় নির্বাচকরা, সে ক্ষেত্রে ২০-২৫টি ম্যাচ নষ্ট করতে হবে তার জন্য।”
তার মতে,”যেখানে প্রত্যেকটি ম্যাচ ভারতের জন্য অগ্নিপরীক্ষার সমান সেখানে এত গুলো ম্যাচ একজন ক্রিকেটারের অধিনায়কত্ব মনোভাব গ্রুম করতে ব্যয় করতে হবে। এর চেয়ে যার মধ্যে স্বাভাবিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তাকেই সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি।”
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ নেতৃত্ব দিয়ে নিজেকে চরম ফ্লপ হিসেবে প্রমাণিত করেছেন কে এল রাহুল। রামধনুর দেশে করুণ পরাজয়, ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে। এমনকি ভারতের প্রাক্তন ক্রিকেটারের এক অংশ কে এল রাহুল যে অধিনায়ক হিসেবে যোগ্য নন তাও প্রমাণ করেছেন একাধিক উদাহরণ দিয়ে। এমন পরিস্থিতিতে ভারতীয় নির্বাচকদের ওপরেও আঙুল তুলেছেন প্রাক্তনরা।
