Connect with us

Cricket News

BCCI: কে হবে BCCI-এর পরবর্তী প্রেসিডেন্ট? ২রা মার্চ বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড!!

Advertisement

অবশেষে কি সৌরভ যুগের সমাপ্তি ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেট থেকে? এমনই জল্পনা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। করোনা পরিস্থিতির জন্য ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সিংহাসন নিয়ে কোনোরকম আলোকপাত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সম্প্রতি বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলীর মধ্যে মনোমালিন্য সেই বিষয়ে ভাবতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। চলতি বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলীর সময়সীমা উর্ত্তীণ হতে চলেছে। তাই তার আগে আসন্ন দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনায় বসতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গেছে, আগামী ২রা মার্চ আলোচনা সভার আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আলোচনা সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যার মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের আসন্ন সিরিজ গুলো নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই। তবে এই বৈঠকের মূল আকর্ষণ হলো সৌরভ পরবর্তী কে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ অলংকৃত করার পূর্বে সৌরভ গাঙ্গুলী বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিগত তিন বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ দায়িত্বের সাথে অলংকৃত করে আসছেন তিনি।

সৌরভ গাঙ্গুলীর পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদের জন্য দুজন প্রতিদ্বন্দী স্পষ্ট। সৌরভের অনুপস্থিতে ওই পদে বসতে পারেন বর্তমানে বিসিসিআইয়ের সচিব জয় শাহ্ অথবা বর্তমানে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। গত কয়েক মাসে ভারতীয় দলে নজরকাড়া পরিবর্তনের জোয়ার লেগেছে। রবি শাস্ত্রী কে সরিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন রাহুল দ্রাবিড়, ন্যাশনাল ক্রিকেট একাডেমি প্রধান হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এবার প্রেসিডেন্ট পদে পরিবর্তন আসবে নাকি সৌরভ গাঙ্গুলীকে পুনঃনির্বাচিত করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা!!

Advertisement

#Trending

More in Cricket News