
চলতি মাসের ২৬ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। একাধিক নাটকীয়তা শেষ করে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে গতকাল ভারত ত্যাগ করেছে কোহলি বাহিনী। কিন্তু এই সফরে ভারতীয় দলের সঙ্গী হতে পারেননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরের পূর্বে মুম্বাইয়ে অনুশীলন করতে নেমেছিলেন তিনি। আর সেখানে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। ফলশ্রুতিতে ভারতীয় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। বদলে ভারতীয় স্কোয়াডে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে রোহিত শর্মার বিকল্প হিসেবে মায়ানক আগারওয়ালের সাথে ওপেনিং জুটিতে মাঠে নামবেন কে। এই প্রসঙ্গে সামনে চলে এসেছে তিন জন ক্রিকেটারের নাম। চলুন দেখে নেওয়া যাক-
১. কে এল রাহুল: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল জুটি মায়ানক আগারওয়াল এবং রাহুল। রোহিত শর্মার সাথে কে এল রাহুলের ওপেনিং জুটিতে ইতিপূর্বে দুর্দান্ত শুরু হয়েছে ভারতের জন্য। ইংল্যান্ড সফরে ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ড সিরিজে চার ম্যাচে তিনি ৩১৫ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন কে এল রাহুল। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলে ৮০ রান করেছিলেন রাহুল। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে এল রাহুল।
২. প্রিয়াঙ্ক পাঞ্চাল: রোহিত শর্মার বিকল্প হিসেবে ভারতীয় স্কোয়াডে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। যদিও এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি প্রিয়াঙ্ক পাঞ্চালের। ডানহাতি ওপেনার গুজরাটের হয়ে ১০০টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৪৫.৫২ গড়ে 7,011 রান করেছেন। সম্প্রতি সমাপ্ত ভারত বনাম বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সিরিজে তিনি ৩ ইনিংসে ১২০ রান করেছিলেন। এবার মায়ানক আগারওয়ালের সাথে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামতে পারেন তিনি।
৩. হনুমা বিহারি: ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ হনুমা বিহারী। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। কিন্তু নিজের যোগ্যতা বলে আবার সুযোগ পেয়েছেন ভারতীয় স্কোয়াডে। সম্প্রতি ভারতীয় এ দলের সাথে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন হনুমা বিহারী। সেখানে পরপর তিন ইনিংসে তিনটি অর্ধশত রানের ইনিংস খেলে রীতিমতো তাক লাগিয়ে দেন হনুমা বিহারি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মায়ানক আগারওয়ালের সাথে ওপেনিং জুটিতে তাকে দেখতে পাওয়া অসভাবিক কিছু নয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
