
বর্তমানে আফগানিস্তানে ক্রিকেটার এবং দেশের সাধারণ নাগরিকরা এক সংকটময় সময়ের মধ্য দিয়ে দিনযাপন করছে। আর এরই মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আফগানিস্তান ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ তৈরি হলেও অবশেষে তালেবানদের অনুমতিতে কেটেছে আফগানিস্তান ক্রিকেট দলের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দল খেলার সুযোগ পেয়েছে। ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড রশিদ খানের নেতৃত্বে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু তার মধ্যেই আরেক বিপদ এসেছে আফগানিস্তান ক্রিকেটে।
ইংল্যান্ডের এক সংবাদপত্রের তথ্য অনুসারে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের আফগানিস্তানের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি না দিতে পারে তালেবান সংগঠন। তার বদলে ব্যবহার করতে হতে পারে তাদের দলীয় পতাকা। কারণ তারা সারা বিশ্বে নিজেদের পরিচিতি বাড়াতে চায়। আর তার জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এই বাধা-নিষেধ থাকতে পারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে নামবে রশিদ-নবীরা। এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না বর্তমান শাসকদল।
কিন্তু যদি আফগানিস্তানের তালেবান সংগঠন তাদের পতাকা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে বাধ্য করে, সে ক্ষেত্রে আফগানিস্তানের সদস্য পদ বাতিল করতে পারে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ১৭ সদস্যের এই দলের যদি ১২ জন সদস্য আফগানিস্তানের সদস্যপদ কেড়ে নেওয়ার পক্ষে থাকে সে ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে আইসিসি। সে ক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেটের কোন অস্তিত্ব থাকবেনা বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ রশীদের কাছে অস্তিত্ব রক্ষার এক লড়াই বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। বর্তমানে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান এবং মোহাম্মদ নবী ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার জন্য আরব আমিরাতে রয়েছেন। সেখান থেকে যোগ দেবেন বিশ্বকাপে অংশগ্রহণকারী তাদের মূল স্কোয়াডে।
