
করোনার আবহ কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে সম্মতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই সফর থেকে ছেঁটে ফেলা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দল শুধুমাত্র টেস্ট এবং ওডিআই সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি। রোহিত শর্মা ডেপুটি অধিনায়ক হিসেবে দলে অন্তর্ভুক্ত হলেও অনুশীলনে চোট পেয়ে দলছুট হয়েছেন তিনি। তাই সহ অধিনায়ক হিসেবে ভারতীয় দলে কে দায়িত্ব পালন করবেন সে নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছিল বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে না। সেই সময়টি তিনি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদন করেছেন। কারণ হিসেবে তিনি তার মেয়ের প্রথম জন্মদিন বলে উল্লেখ করেছেন। তিনি নাকি তার পরিবারের জন্য কিছুটা সময় দিতে চান। আর তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করার জন্য বিসিসিআই এর কাছে আবেদন করেছেন।
অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী পুরো ঘটনাটির সত্যতা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। এখনো পর্যন্ত বিরাট কোহলির নিকট থেকে এমন কোন ধরনের সূচনা ভারতীয় ক্রিকেট বোর্ড পাইনি। অর্থাৎ বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজ খেলছেন। তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে তার মেয়ের জন্মদিন বলে জানিয়ে দিয়েছেন তিনি। তাই এই বিষয়ে কোন সংখ্যা নেই যে, ওডিআই সিরিজে বিরাটকে ছাড়াই লড়তে হবে ভারতকে। তবে ভারতীয় প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের এক টুইট রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি তার টুইট মাধ্যমে লেখেন, “দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন বিরাট কোহলি?” তার এমন টুইটে রীতিমতো হইচই পড়ে যায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে।
