
বর্তমান তিনি ভারতের সেরা ক্রিকেটার। ২৪৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৯.১৪ গড়ে ১১৮৮৮ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাঠে সংগ্রহ ৪৮.৯৫ গড়ে ১১৯৫ রান। যার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৪টি অর্ধশতরান। তিনি বিরাট কোহলি ছাড়া আর কে হতে পারেন।
সেই বিরাট কোহলিরই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পারফরম্যান্স একদমই হতাশাজনক। গতকালের ম্যাচ নিয়ে সিডনিতে ওয়ানডে ম্যাচে ৬টি ইনিংসে তিনি করেছেন মাত্র ৫৭ রান। গড় মাত্র ১১.৪০। স্ট্রাইক রেট ৬৪.০৪। সর্বোচ্চ ২১ রানটা। যে ২১ রান তিনি করেন সিডনিতে প্রথম গতকাল। সিডনির মাঠে অজিদের বিরুদ্ধে বিরাটের ৬টি ইনিংসের স্কোরটা ঠিক এরকম। ২১,৩,৮,১, ৩*, ২১। গতকাল অজিদের বিরুদ্ধে ২১ বলে ২১ রান করে আউট হন বিরাট। শুরুতেই যখন তিনি ৬ বলে ১ রানে ব্যাট করছিলেন তখন তার ক্যাচ ছাড়েন অ্যাডাম জাম্পা। বিরাটের কাছে সেই ক্যাচ মিসটাকে কাজে লাগানোর সুযোগ ছিল। এরপর ১৪ বলে ২টি বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারির সাহায্যে তিনি ২০ রান করলেও হ্যাজেলউডের বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।
গতকাল সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলার পর আগামীকাল সেই একই মাঠেই দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার মানে আরো একবার বিরাটকে সিডনিতেই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় বড় রান করে তিনি উত্তীর্ন হতে পারেন কী না সেটাই এখন দেখার।
