Connect with us

Cricket News

প্রথম টেস্টে ঋদ্ধি না পন্থ কে খেলবেন কী জানালেন হনুমা বিহারী

Advertisement

এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে দুজন উইকেটরক্ষক। ঋদ্ধিমান সাহা  এবং ঋষভ পন্থ। ঋদ্ধি এবং ঋষভ দু’জনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। আর এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে একটা চিন্তার কারণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচে কে সুযোগ পাবেন ঋদ্ধিমান সাহা নাকি ঋষভ পন্থ? এই নিয়েই চলছে জোর জল্পনা।

কারণ দুজনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে, দুজনেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রান পেয়েছেন। আর সেই কারণেই কাকে বাদ দিয়ে প্রথম টেস্টে কাকে সুযোগ দেওয়া হবে এই নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারি এই প্রসঙ্গে বললেন, দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন। তবে দলের মধ্যে এই ধরনের সুস্থ প্রতিযোগিতা দলের পক্ষেই ভালো বলে মনে করেন তিনি।

প্রথম প্রস্তুতি টেস্ট ম্যাচে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ভারতকে হারের হাত থেকে বাঁচান ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় টেস্ট ম্যাচে টি-২০ মেজাজে ব্যাট করে দুর্দান্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। আর তাই এই দু’জনের রান পাওয়ায় এখন চিন্তায় বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যেহেতু দুজনেই প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন এবং দুজনই ভালো উইকেট রক্ষক তাই কাকে বাদ দিয়ে কাকে দলে নেওয়া হবে সেই নিয়ে চলছে নানান প্রশ্ন। হনুমা বিহারী এই প্রসঙ্গে বলেন, এই ব্যপারটা পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট এর উপর।

অন্যদিকে নিজের খেলা প্রসঙ্গে বিহারী বললেন, ভারতীয় দলে আমাকে সাত নম্বর নামানো হয় তবে উপরের দিকে নামালেও আমার কোন অসুবিধা হবে না। কারণ রঞ্জিতে আমি তিন নম্বরে ব্যাটিং করি। তাই উপরের দিকে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বল হাতেও নিজের উপর আত্মবিশ্বাস রয়েছে হনুমা বিহারির। টেস্ট কেরিয়ারে তার প্রথম টেস্ট উইকেট স্যার অ্যালিস্টার কুকের উইকেট।

Advertisement

#Trending

More in Cricket News