
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরুর দিন থেকেই বৃষ্টি। সাউদাম্পটনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর কথা ছিল। তবে বৃষ্টির জন্য পিছিয়ে যায় টস। লাঞ্চের আগে হবে না খেলা।
টেস্টের পাঁচ দিনই বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে আইসিসি হাতে একদিন বেশি সময় রেখেছে। ৩০ মিনিট আগে খেলা শুরু করে আরও কিছুটা বাড়তি সময় ২ দলকে দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি নেটদুনিয়ায় পিচের ছবি ভাইরাল হয়। সবুজ ঘাসের আস্তরণে আলাদা করে বাইশ গজের পিচকে চিনে নেওয়া মুশকিল। সবুজ পিচ মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের বা ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসনদের খুশি করবে। ২০১৬ সালের পর থেকে পেসারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই মাঠ।
ভারতের প্লেয়িং ইলেভেন: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি।
নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার, আজাজ প্যাটেল।
