
অবিরাম বৃষ্টির জেরে ভেস্তে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা। দিনের শুরু থেকেই পূর্বাভাস ছিল, বৃষ্টির জেরে খেলা ব্যাহত হবে। Accuweather জানিয়েছিল সাউদাম্পটন চতুর্থ দিনের সকালের সেশনে বৃষ্টি হতে পারে, ফলে খেলা শুরু হতে বিলম্ব হবে মনে হচ্ছে। সময়ের সাথে সাথে আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা নেই, সারা দিন আকাশে কালো মেঘ থাকবে। এই আপডেটগুলি সত্যিই হতাশাজনক ছিল। ঠিক তাই হল। গোটা দিনটিই ভেস্তে গেল। এখনও পঞ্চম দিন ও রিজার্ভ ডে এর খেলা বাকি রয়েছে।
Day four of the WTC final has been abandoned due to rain! https://t.co/gGHlFO4eE2 | #WTCFinal pic.twitter.com/NtiZ13NGf1
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 21, 2021
প্রথম দিন খেলা ভেস্তে যাওয়ার পর ২য় দিন সাউদাম্পটনের এজিয়াস বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই শুরু হয়। টস হেরে প্রথমে ব্যাটিংইয়ে নামে ভারত। ৬৪.৪ ওভারে ২য় দিনের খেলার পরিসমাপ্তি হয়। ২য় দিনের শেষে ভারত তিন উইকেটে ১৪৬ রান করে। টেস্ট ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনটি ভারতের পক্ষে ভাল যায়নি। তৃতীয় দিনের প্রথম সেশনেই অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ উইকেট হারাতে থাকেন। প্রথম ইনিংসের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২১৭।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমনের সামনে থেকে নেতৃত্ব দেন কাইল জেমিসন। রোহিত, বিরাট, পন্থের মতো বড় উইকেটগুলি তিনি নেন। ২২ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট পান। টিম সাউদি তোলেন ১টি উইকেট। টেস্ট ফাইনালের তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড দুই উইকেটে ১০১ রানে শেষ করে। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম ৭০ রানের জুটি গড়েন। অশ্বিন ভারতের হয়ে প্রথম উইকেটটি নেন। ৩০ রানের মাথায় বিরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টম ল্যাথাম। ডেভন কনওয়ে ৫৪ রান করেন। ইশান্ত শর্মার বলে ক্যাচ আউট হন তিনি। তৃতীয় দিনের শেষে ১২ রানে নট-আউট থাকেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের স্কোর ১০১/২।
