Connect with us

Cricket News

Virat Kohli: “নেতা হওয়ার জন্য অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই!”বিস্ফোরক মন্তব্য বিরাট কোহলির

Advertisement

যে কোন দলের নেতা হওয়ার জন্য যে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই সেটা আবারো স্পষ্ট করলেন ভারতীয় সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,”শুধুমাত্র ব্যাট হাতেও একজন দলের নেতা হওয়া সম্ভব। তার জন্য অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি। আর নতুনের অধীনে খেলতে আত্মমর্যাদা ক্ষুন্ন হবে এমনটা আমি ভাবি না। এক সময় আমিও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছি। সেখান থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়েছি আমি। এমনকি মহেন্দ্র সিং ধোনি আমার নেতৃত্বে খেলতে দ্বিধাবোধ করেননি। সে ক্ষেত্রে বিষয়টি স্বাভাবিকভাবে ভেবে নিলে যে কারোর অধীনে খেলতে আমার কোন আপত্তি থাকার কথা নয়।”

বিরাট কোহলি তার বক্তব্যে আরও যোগ করেন,”অধিনায়ক হিসেবে সবাই যে সফল হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি। হয়তো আমার অধিনায়কত্বে আইসিসি ট্রফি যুক্ত হয়নি ভারতীয় ক্রিকেটে, তবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আনন্দ দিতে পেরেছি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। জেতা বা হারা হাতে নেই কারোর। তবে প্রতিদিন উৎকর্ষের জন্য প্রচেষ্টা করে যেতেই হবে। এটা অল্প সময়ের জন্য করা যায় না। এটা একটা সংস্কৃতির মতো, যেটা কারোর খেলার দিনগুলো চলে যাওয়ার পরেও সেই দায়িত্ব থেকে যায়।”

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেটে যে পরিবর্তনের বাতাস লেগেছে, তার জন্য সংবাদমাধ্যম রীতিমতো উত্তপ্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এর কিছুদিন পর ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর অবশ্য তিনি যে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়বেন সেটা কার্যত নিশ্চিত ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে নিজেই টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। তারপরে কার্যত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির এমন মন্তব্য রীতিমতো হৃদয় ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

#Trending

More in Cricket News