
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে ভারত নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ। একটি টেস্ট ম্যাচে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। ভারত নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। অন্যদিকে রবীচন্দ্রন অশ্বিনের জোড়া রেকর্ড। আবার এই একই টেস্ট ম্যাচে দেখা গেছে আম্পায়ারের জঘন্যতম আম্পায়ারিং। অর্থাৎ ভারত নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ এখন সমস্ত দিক থেকে সংবাদের শিরোনামে স্থান পেয়েছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে টেস্ট চলাকালীন মাঠের আম্পায়ার ছিলেন অনিল চৌধুরী এবং নীতিন মেনন। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন বীরেন্দ্র শর্মা। অনফিল্ড আম্পায়ারদের একাধিক ভুল লক্ষ্য করা গেল মুম্বাই টেস্টে। যা নিয়ে ইতিমধ্যে নানা মাধ্যমে উঠেছে একাধিক প্রশ্ন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ অন্য কিছুতে না হলেও আম্পায়ারের খারাপ আম্পায়ারিং-এর জন্য ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে বলে মনে করছেন তারা। এদিকে গতকাল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ঘটলো আরেক মজাদার ঘটনা।
এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১৬ তম ওভারের সময় ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের একটি স্কিডি বল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর এবং উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা উভয়কেই অবাক করে দিয়েছিল। বল রস টেলরের প্যাডে স্পর্শ করে উইকেট-রক্ষককে ফাঁকি দিয়ে বাউন্ডারি সীমানার বাইরে চলে যায়। কিন্তু আম্পায়ার সেটিকে বাই-রান না দিয়ে ব্যাটসম্যানের খাতায় রান যুক্ত করে দেন। অর্থাৎ মাঠের মধ্যে আবারও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত।
পরপর এতগুলো ভুল সিদ্ধান্তের জন্য ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবাক কাণ্ড করে বসলেন। তিনি সরাসরি অনফিল্ড আম্পায়ারকে বলেন, “ইয়ে লগ ইয়ে কেয়া করতে হ্যায় ইয়ার… ম্যায় উধার আ যাতা হুঁ তুম ইঁহা আও আও..”। অর্থাৎ ‘আরে এরা কি যে করে.. আমি ওখানে আসছি আপনি এখানে এসো..।’ বিরাট কোহলির এই মজাদার কথাগুলি স্ট্যাম্প মাইকে ধরা পড়েছে। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
“Ye kya karte hain yaar ye log yaar”
“Main udhar aajata hu tum idhar aajao”
VIRAT KOHLI ISSA MOOD🤣😭#INDvsNZ pic.twitter.com/048dtpbyPg— S´ˎ˗ | Kohli, The Captain. (@Kohlian_luvlush) December 5, 2021
