
বর্তমান ক্রিকেট বিশ্বের এক অন্যতম পরাশক্তি দেশ হল ভারত। ক্রিকেটের সব ফরম্যাটেই যে কোন দেশকে হারানোর ক্ষমতা আছে ভারতের। বর্তমানে ভারতীয় টিম বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ড সফরে আছে। সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিকদের বিরুদ্ধে। সর্বদাই ভারতীয় টিমের ভবিষ্যৎ অধিনায়ক কে হবে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই আলোচনা করতে দেখা যায়। ভারতের ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন এ নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং।
যুবরাজ সিং বলেন, বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম একজন অধিনায়ক। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দলের রেকর্ড অত্যন্ত ভালো। ৩৩ টি টেস্ট ম্যাচে জয়, একদিনের ম্যাচে ৭০% জয় এবং এবং টি-টোয়েন্টি ম্যাচে ৬৫% জয় পেয়েছে ভারতীয় দল বিরাট কোহলির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ৭০ বছর পরে ভারত প্রথম সিরিজ জয়লাভ করে। যেটি ভারতীয়দের জন্য একটি গৌরবের বিষয়। যুবরাজ সিং বলেন, বিরাট কোহলির পরে পরবর্তী অধিনায়ক হিসেবে আমি ঋষভ পন্তকে দেখতে পাচ্ছি।
যদিও ঋষভ পন্ত ছাড়াও কে এল রাহুল এবং শ্রেয়াস আইয়ার অন্যতম দাবিদার ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য। কিন্তু তারপরেও আমি ঋষভ পন্তকে এগিয়ে রাখতে চাই। আমি তার খেলা দেখেছি। ঋষভ পন্ত খেলার মধ্যে অন্য সব সতীর্থদের সাথে যোগাযোগ রাখেন। যেটি অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া ২০২১ আইপিএলে ঋষভ পন্ত দিল্লি ক্যাপিটালস এর হয়ে অধিনায়কত্ব করেছেন। তিনি ৮টি ম্যাচে ৩৫ গড়ে ২১৩ রান করেছেন। এছাড়া খেলার মাঠে তার কলাকৌশলী চোখে পড়ার মতো। তাই আমার মতে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে ঋষভ পন্ত অনেকটা এগিয়ে।
